আমাদের কথা খুঁজে নিন

   

জনগনকে পুটু মারতে পেরে অর্থমন্ত্রী হিসেবে আমি তৃপ্ত: আবুল মাল

লাইনে আসুন, নইলে........... বিশেষ সাহিত্য মতিনিধি অমর একুশে গ্রন্থমেলা থেকে জনাব আবুল মাল বিশেষ মতিনিধিকে বলেন: ‘গত তিন বছর জনগনকে রাত-দিন অনবরত পুটু মারতে পেরে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আমি তৃপ্ত। জনগণের পুটুমারায় আমার চেষ্টার কোনো ঘাটতি ছিলো না। আমার নিজের, বিশেষ করে দলের আর্থিক ও শারীরিক অনেক সমস্যা থেকে উত্তোরণ ঘটাতে পেরেছি। ’ এ দাবি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। মেলার মূলমঞ্চে আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা সোয়া ৬টায় বিশেষ সাহিত্য মতিনিধিকে তিনি এ সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, ‘শেয়ার বাজার, দ্রব্যমূল্য, মূদ্রাস্ফিতি, ডলারের দাম বৃদ্ধি, সরকারী কোষাগার ফাঁকা করা সহ সম্ভাব্য সব রকমভাবে জনগনকে পুটু মারতে গিয়ে অনেক ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে এবং হচ্ছে কিন্তু সরকার অনেক সমস্যা কৌশলে দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে এবং করবে। সেই সাথে তিনি আরো বলেন, আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন অন্য কেউ জনগণকে পুটু মারাতো দূরের কথা স্বপ্নেও তা চিন্তা করার সুযোগ দেয়া হবেনা, এই পর্যায়ে তিনি তার সেই বিখ্যাত ভূবন ভূলানো হাসি দিয়ে বিরোধী দলকে হুসিয়ার করে বলেন: যারা জনগণের স্বপ্নেও পুটু মারার চিন্তা করবে তাদের ঘুমিয়ে স্বপ্ন দেথাতো দূরের কথা দাড়িয়ে থাকার সুযোগ দেয়া হবেনা, সর্বদাই দৌড়ের উপরে রাখা হবে সেই সাথে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে আমরা জনগণকে এমন আরো নতুন অনেক কিছু দিয়ে যাবো যা ভূলতে ভূলতে পরবর্তী ৫ বছর কেটে যাবে। অবুঝ জনগণ এবং কিছু অসাধু সাংবাদিক ও ব্লগার আমাকে আবুল ডাকে, কেউ কেউ আবার আমায় মাল ডাকে। তারা বুঝেনা এই ডাক শুনে আমি বড়ই তৃপ্তি পাই। যেখানে মাল-পানির ব্যাপার আছে সেখানে আবুল হলেই লাভ, নামের কারণেতো ক্ষমতা আর ভাগের পরিমান কমে যায় না।

‘অর্থমন্ত্রী হিসেবে আপনি সফল কি-না?’ সাহিত্য মতিনিধি এ প্রশ্নের জবাবে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, ‘সফল কি না জানি না এটা বলতে পারবে আমার দলের নেতা, আমলা, সোনার ছেলেরা এবং শেযার বাজার এবং অন্যান্য বাজারের সিন্ডিকেটের মূল হুতারা। আপনার এ প্রশ্নটির উত্তরে আমি এক কথায় বলবো- আমি তৃপ্ত। অর্থমন্ত্রী হওয়ার কারণেই আমরা বাংলাদেশে মালাইকা, বিপাশা বাসু প্রভৃতি মালদের নগদ ডলার খরচ করে ডেকে এনে বদনাম করতে পেরেছি বলেই মুন্নী আমায় ডারলিং ডেকেছে Click This Link এবং বলেছে আমার জন্য নাকি তার বদনাম হয়েছে। "মুন্নী বদনাম হুই ডারলিং তেরে লিয়ে। " আমি মুন্নীর বদনাম করতে চাই নি।

কিন্তু আমি নিরুপায় কিন্তু তারপরও ভীষণভাবে তৃপ্ত। ’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনীতি চাঙ্গাভাব আসা স্বত্ত্বেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি। আমরা দক্ষতার সঙ্গে এটা আমাদের নিয়ন্ত্রণে রেখেছি, ডলারের দাম এবং দ্রব্যমূল্যের উর্দ্বগতিই এর প্রমাণ। ’ ‘সরকারের সামনে আরো দু’বছর। এ দু’বছরে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কি-না?’ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকার পাঁচ বছরে যা করতে পারেনি আমরা তিন বছরে অনেক কিছু করতে পেরেছি।

আমাদের আরেক আবুল এবং শাজাহানের বক্তব্যই তার প্রমাণ অন্তত পরিসংখ্যান তাই বলে। সরকার প্রাণপন চেষ্টা করছে তার গোপন এজেন্ডা বাস্তবায়নের। ’ সাক্ষাৎকারে তিনি আরো জানান, "How To Fuck Your People with Share Market" নামে নিয়ে বই লেখার কাজে তিনি হাত দিয়েছেন যা প্রকাশিত হলে বাংলাদেশের ইতিহাস বদলে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.