আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষা প্রস্তুতির প্রস্তুতি…

সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না... ভার্সিটিতে থাকা অবস্থায় পড়া হতো পরীক্ষার আগের রাত্তিরেই, সেই রাত্রিটা আমার মতো ছাত্রের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের রাতে প্রায় সারারাত ধরেই পড়তাম, পড়ে সোজা পরীক্ষা দিয়ে এসে ঘুমাতাম। সেই সেমিস্টারের মিডটার্মের আগে বই স্পর্শও করা হয়নি, তাই সেই রাতটা ছিল মহাগুরুত্বপূর্ণ। পড়া সাধারনত শুরু করি রাত দশটা থেকে, তাই সেদিন সারারাত পড়ার একটু বেশীই প্রস্তুতি নিলাম। মশা যাতে পড়ার সময় ডিস্টার্ব না করে সেজন্যে কয়েল।

সারারাত পড়াশোনা করতে হবে তাই এনার্জির যাতে কোন ঘাটতি না হয় সেজন্যে একটা সিদ্ধ ডিম, দুইটা কলা, এক প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট এবং যথেষ্ট পরিমান সিগারেট। ব্লগার আরিয়ানা আপুর ‘পড়ালেখা করে যে হাতিঘোড়া চড়ে সে ’ পোস্টটা পড়েই এই লেখাটা লিখতে বসেছি, তিনি লিখেছিলেন পড়াশোনার সময় কি কি জরুরী কথা মাথায় আসে সেই বিষয়ে। আমি ভাত খেয়ে সাড়ে দশটার সময়ে পড়তে বসেছি, বসেই সামনে রাখা ডিম-কলা-বিস্কুট দেখে মনে হলো সেগুলো যেন আমার দিকে তাকিয়ে চোখ মারতেছে খেয়ে ফেলার জন্য। আমি মনে মনে যুক্তি দাঁড় করালাম, এখন খেয়ে ফেললেই মনে হয় ভালো, পড়তে পড়তে যতক্ষনে এনার্জি শেষ হয়ে যাবে ততোক্ষণে এই খাবারগুলো প্রসেসড হয়ে শক্তি পুনরুৎপাদন করে ফেলবে। অবিশ্বাস্য হলেও সত্য ভাত খাওয়ার আধা ঘন্টা পরেই আমি সব একসাথে খেয়ে ফেললাম… খেয়ে পরে তো অবস্থা টাইট, নড়তে চড়তেই পারিনা, এমনিতেই আমি বেশী খেতে পারিনা একটু খেলেই মনে হয় বেশী খাওয়া হয়ে গেছে।

সে রাতে আর পড়তেই পারলাম না, ঘুম দিলাম… ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.