আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাবিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ব প্রথম ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস: আই ই আর পরীক্ষা স্থগিত



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এজন্য আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিএড (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে আগামী ৫ ফেব্র"য়ারি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে। এ তথ্য বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান জানান।

বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ মার্কেট এলাকা থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করার পরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন নিজস্ব প্রেস থেকে করা হলেও এবারে কেন ব্যাবসায়িক প্রেসে দেয়া হলো,এনিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রেসটির নাম মাদার প্রেস বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রশ্ন পত্র ফাসঁ হয়েছে। এর আগে বেশ কয়েকবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব উঠলেও পরে প্রমাণ হয়নি।

আইইআর এ ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ১৬০টি আসনের জন্য মোট ৭ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।