আমাদের কথা খুঁজে নিন

   

(৯/০২)বিপিএল এর শুভ কামনা...

...............................................................................................................................................................। বিশ্ব ক্রিকেটের এক নতুন মাত্রা টি-টোয়েন্টি চালু হবার পর থেকে ক্রমাগতই এর জনপ্রিয়তা তুঙ্গে উঠতে থাকে। আনন্দের নতুন মাত্রা হিসেবে যোগ দেয় আমাদের মনে। সে ধারাবাহিকতা থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আয়োজন করে ইন্ডয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। এবং শুরু থেকেই এটি ব্যপক জনপ্রিয়তা লাভ করে।

বিশেষ করে বিদেশী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি-ই আইপিএলকে আরো আকর্ষনীয় করে তুলেছে আমাদের কাছে। সাফল্যের ধারাবাহিকতা আমাদের না থাকলেও ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ ক্রমাগতই নিজেদের পরিধি বিস্তার করে চলেছে। আমরা আমাদের মাঝে খুজে পেয়েছি অনেক প্রতিভাবান খেলোয়াড়। আমরা উইজডেন বর্ষসেরার তালিকায় নাম উঠাতে পেরেছি,আইসিসির সেরা দশ খেলোয়াড়ের তালিকায় আমাদের খেলোয়াড়ের নাম রয়েছে……,…,…। মোদ্দকথা ব্যক্তিগত সাফল্যের দিক দিয়েও আমরা পিছিয়ে নই।

সে হিসেবে আমাদের সবার প্রত্যাশা ছিল আইপিএলে আমরা আমাদের দেশের অন্ততপক্ষে পাঁচজন খেলোয়াড়কে দেখতে পাবো। আমাদের সে প্রত্যাশা পুরুন হয়নি। সেই প্রথম আইপিএল থেকে বাংলাদেশী খেলোয়াড়দের অবজ্ঞা করা হত। এই সর্বশেষ আইপিএলে আমাদের একজন খেলোয়াড়কে খেলানো হয়েছিল। যাই হোক,টি-টোয়েণ্টি আর আইপিএলের জনপ্রিয়তা দেখে ইংল্যান্ড আয়োজন করতে চেয়েছিল এমন একটি টুর্নামেন্ট,পরবর্তীতে শ্রীলংকাও আগ্রহ দেখায়,অনেকদুর এগিয়েও শেষ পর্যন্ত শ্রীলংকাও আয়োজন করতে ব্যর্থ হয়।

সম্প্রতি আমাদের বাংলাদেশ এমন একটি ঘরোয়া আয়োজনের উদ্যেগ নেয় বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে। একটু একটু করে আমরা অনেক দূর চলে এসেছি। টিম বিক্রি,খেলোয়াড় নিলাম সবকিছুই আমরা সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছি। প্রচারনাও পিছিয়ে ছিল না। আজকের জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর।

সময় ঘনিয়ে সেই মাহেন্দ্র ক্ষনের দোর গোড়ায় আমরা পোছে গিয়েছি। আর একদিন পরেই বল মাঠে গড়াবে,শুরু হয়ে যাবে চার ছক্কার ঝড়। আমরা সবাই রোমাঞ্চিত। গোটা দেশ ভুগছে বিপিএল জ্বরে। এবার আর আমাদের খেলোয়াড়দের কেউ উপেক্ষা করতে পারবেনা।

আমাদের খেলোয়াড়রাই থাকবে টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে। সাথে বিদেশী জনপ্রিয় খেলোয়াড়রাও। অলিতে গলিতে,চায়ের দোকানে,সব জায়গায় শুধু বিপিএল বিতর্ক। কে হবে সেরা?আইকন লিটল মাষ্টার আশরাফুল,ধারালো মাশরাফি আর বুমবুম শহীদ আফ্রিদীর গড়া ঢাকা গ্ল্যাডিয়েটরস?নাকি আইকন শাহারিয়র নাফিস আর টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ছক্কা মানব গেইলের বরিশাল বার্নাস?নাকি আইকন বাংলাদেশের বুমবুম খ্যাত তামিম ইকবালের চট্টগ্রাম কিংস?নাকি আইকন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খুলনা রয়েল বেঙ্গল টাইগারস?নাকি আইকন আইসিএল মাতানো অলক কাপালির সিলেট রয়েলস?সে প্রশ্নের উত্তর খুজতেই আজ থেকে আমাদের চোখ পড়ে থাকবে মাঠে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বিপিএল মাঠে গড়াতে যাচ্ছে,সেজন্য বিপিএলের সাথে সংশ্লিষ্ট সকল কলা কুশলি ও খেলোয়াড়বৃন্দদের শুভেচ্ছা জানাই।

আমাদের বিশ্বাস আপনাদের সুদৃঢ় মেলবন্ধন,মাঠে খেলোয়াড়দের চোখ ধাধানো পারফর্মেন্স আর দর্শকদের অনুপ্রেরনা সব মিলিয়ে আমাদের প্রথম বিপিএল যাত্রা শুভ হবে। বিপিএলের সর্বোপরি সফলতা কামনা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।