আমাদের কথা খুঁজে নিন

   

জাভা ফোনে ভিডিওপ্লেয়ার

আপনার মোবাইল ফোনটা কি জাভা সাপোর্ট ? যেমন নোকিয়া (6300) বা (3110c) অথবা স্যামসাং, মটরোলা, সিমেন্স্। সহজ কথায় আপনার মোবাইলটা এমন যাতে অডিও ভিডিও আছে। কিন্তু দামি মোবাইলের মত আপনি লাগাতার ভিডিও চালাতে পারেননা। একটা ভিডিও শেষ হলে আরেকটা ভিডিও নিজে নিজে আসেনা। বারবার ফাইলে গিয়ে ওপেন করতে হয়্।

এধরনের মোবাইল ব্যবহারকারিদের জন্য একটা সফ্টওয়ার দিব যা দিয়ে অডিও ভিডিও সহ ইমেজ ও ধারাবাহিক ভাবে দেখতে পাবেন্। সফ্টওয়ারের নাম (Lplayer) ব্যবহারের নিয়ম্ঃ-প্রথমে ডাউনলোড করে নিন্। ওপেন করুন্> যদি ইয়েস চায় ইয়েস দিন্> এবার (প্লেplay) ওকে করুন > file explorer) ওকে করুন এরপর (c:/)ফোন মেমোরি এব্ং এক্সট্রা মেমোরি সংযুক্ত থাকলে {e:/} ওকে করুন । এখন ফোলডার ওপেন করুন্। ইয়েস চাইলে ইয়েস দিন্।

ফল্ডারে থাকা একটি ফাইলে ওপেন করুন এবং বাম পাশের সিলেক্ট বোতাম টি চাপুন একটা অপশন আসবে সেখান থেকে [loop all] ওকে দিয়ে রাখুন্। ব্যাস ঐ ফোল্ডারে যত গুলো ফাইল আছে সব গুলো ধারাবাহিক ভাবে চলতে থাকবে। নিচের লিংক থেকে ডাউন লোড করুন Click This Link অথবা অ্যাড্রেসবারে টাইপ করুন্(m.getjar.com সার্চ serchকরুন Lplayer. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.