আমাদের কথা খুঁজে নিন

   

৬ই এপ্রিলের লংমার্চ ও হরতাল

৫ই মে এর গনহত্যা ইতিহাসের নৃশংস গনহত্যা হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ করতেই ৬ই এপ্রিল হরতাল ডেকেছে সম্মিলিত সংস্কৃতিজোট ও ঘাতক দালাল নির্মূল কমিটি। এর সাথে যোগ দিয়েছে ভুইফোড় নিত্য-নতুন আবিষ্কার হওয়া কয়েকটি ইসলামি সংগঠন। তবে দেশের এই সংকটময় মহুর্তে সমস্ত হক্কানী আলেম উলামার যেখানে হেফাজতে ইসলামের ব্যানারে এক পক্ষ হয়ে কাজ করছেন তখন ইসলাম নাম ব্যবহারকারী এ সমস্ত নতুন আবিষ্কার হওয়া সংগঠন গুলো কাদের মুখপত্র হয়ে কাজ করছে তা আশা করি আম জনতা ভাল করেই বুঝতে পারছে। যে যে পক্ষ হয়েই যাদের মুখপত্র হয়ে কাজ করুক না কেন জাতির সামনে এক সময় এদের মুখোশ উম্মোচন হবেই। আজকের মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ যিনি কিছুকাল আগেও আলেম-উলামাদের মধ্যমনি হয়েছিলেন, মাদরাসার সাথে সংশ্লীষ্ট ছাত্র জনতা হুজুরের নাম শুনলেই ভক্তি চলে আসত তিনি ও আজ সমস্ত হক্কানী আলেম উলামাদের বিরুদ্ধে যাওয়ার কারনে ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়েছেন, মানুষ মুঝে ফেলেছে তিনি কাদের হয়ে কাজ কাজ করছেন।

ফিরে আসি ৬ই এপ্রিল প্রসঙ্গে। হেফাজতে ইসলামের লং মার্চ কে কেন্দ্র করে মানুষের উতকন্ঠা বেড়েই চলছে। টকশোর জ্ঞানপাপাপীরা অগাধ জ্ঞান বিতরন করছে লংমার্চ নিয়ে। তারপরও সবই স্বাভাবিক চলছিল। আওয়ামিলিগের কেন্দ্রীয় পর্যায় ও সরকারের উচ্চ মহল থেকেও স্বাভাবিক ভাবেই দেখা হচ্ছিল সব।

কিন্তু সেদিন হর‌্তাল ডেকে কিসের ম্যেসেজ দেওয়া হল বুঝতেছিনা। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ লংমার্চে বাধা দিলে লাগাতার হরতালে হুশিয়ারি দিয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে? নতুন করে আবার গেন্জাম শুরু হচ্ছে না তো? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।