আমাদের কথা খুঁজে নিন

   

"""""TRUE LOVE""""

তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে অনেকেই আছেন যারা লাভ করেন কিন্তু কলিজার টুকরাটার সাথে শত ইচ্ছা থাকলেও দুই-চার দিন পর পর দেখা করতে পারেননা,বেশ কিছু দিন পর পর দেখা করতে হয়। । যখন দেখা করার একটা ডেট ফিক্সড হয় কি আনন্দটাই লাগে আপনার। । সকালে হেভি সাজগোজ মেরে খুশি খুশি মনে চলে যান দেখা করতে।

। যখন দুর থেকে দেখতে পান জানটা আপনার জন্য ওয়েট করছে অথবা আপনি দারিয়ে আছেন সে আপনার দিকে আসছে তখন তাঁকে দেখতে পেয়ে যে সুখটা মনের ভিতরে পান তা ব্যাখ্যা করার সাধ্য আমার নাই। । যাই হোক,শুরু হলো দিনটা..অনেক ঘুরলেন,প্রিয় মানুষটাকে দেখতে একটু পর পরই তার দিকে তাকালেন , (মেয়েরা অবশ্য সবসময় সরাসরি তার ভালবাসার মানুষটার দিকে তাকায়না,যখন সে অন্য দিকে তাকিয়ে কথা বলতে থাকে মেয়েরা আড়দৃষ্টিতে তাকিয়ে ভালবাসার মানুষটাকে দেখতে থাকে).. ফ্রাইড চিকেন খেলেন,অনেক আদর যত্ন করলেন,অনেক কথা বললেন বলতেই থাকলেন আবারও তাঁকে দেখলেন দেখতেই থাকলেন, দেখতে দেখতে সময়টা খুব তারাতারি কেটে গেল। ।

এখন বাসায় ফিরতে হবে দুজনকেই, যখন বিদায় নিয়ে পা বাড়ান কিন্তু পা চলতে চায়না বার বার ফিরে তাকান যতদূর দেখা যায়। । তখন আপনার মনে যে কষ্টকর একটা অনুভুতি বুঝতে পারেন সেটাই হচ্ছে TRUE LOVE.. আর true love এ অনেক জ্বালা,এই জ্বালাকে ভালবাসায় রুপান্তর করতে পারলেই প্রিয় মানুষটাকে নিয়ে আজীবন সুখ ব্যাপারটা বুঝতে পারবেন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।