আমাদের কথা খুঁজে নিন

   

"সীমান্তে গুলি বন্ধ হবে না:" বিএসএফ প্রধান । দেখেন ভারতীয় হানাদার প্রধান কি বলে ?

আমি লেখক নই পাঠক ----- '' সীমান্তে গুলি বন্ধ হবে না, এমন কথাই বলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান ইউকে বনশল। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কারণ সীমান্তে অপরাধীদের থামাতে ব্যবস্থা নিতেই হবে। ’ মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বনশল বলেন, ‘সীমান্তে গুলি চাল‍ানো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব নয়। যতদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততদিন সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে, আর সেটাই এ বাহিনীর দায়িত্ব।

’ বনশল এমন এক সময় এ কথা বললেন, যখন সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের ওপর হত্যা-নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে। বিএসএফ মহানির্দেশক আরও বলেন, ‘চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধের জন্য বিএসএফ বারবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সাহায্য চেয়ে আসছে। বিজিবি যদি নিজেদের দিকে পাহারা কড়া করে, বিশেষত রাতে সীমান্তে চলাচলের ওপরে নিষেধাজ্ঞার বলবৎ করতে পারে, তাহলে অপরাধীরা আর ভারতের দিকে আসতে পারবে না। এর ফলে বিএসএফকেও গুলি চালাতে হবে না। '' এখন আমাদের কচিকাচার আসর এর মন্ত্রী মহোদয়রা কি করবে ? তারাকি দাদাদের খুশী করতে ১৪৪ ধারা জারি করে জনসাধারনের চলাচল বন্দ্ব করে দিবে ? ভারতের সাথে আরো অনেক দেশের সীমান্ত আছে।

যেমন চীন, পাকিস্থান ইত্যাদি। প্রতিটা সীমান্তে কম বেশী অপকর্ম হয়, চোরাচালানে শুধু এক পক্ষ জরিত থাকেনা। কিন্তু ভারতের বিএসএফ কি কখোনো চীন অথবা পকিস্থান সিমান্তে গুলি করে তাদের একজন নাগরিক কে মারার সাহস দেখাতে পেরেছে ? পারেনি পারবেওনা । কিন্তু তারা শুধু বাংলাদেশ সীমান্তেই সাধারন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে। কারন ভারতের পা-চাটা দালালরা বন্ধুত্ব বজায় রাখার কথা বলে এই দেশের সবকিছুই বিলিয়ে দিচ্ছে।

পক্ষান্তরে তাঁরা উপহার দিচ্ছে লাশের পর লাশ। ধরে নিয়ে যাচ্ছে সাধারন জনগনকে। জানিনা আর কত লাশ পেলে আর কত অত্যাচারিত হলে আমাদের নেতারা এটা নিয়ে চিন্তিত হবে। ধিক্কার জানাই আমাদের অথর্ব মেরুদন্ডহীন পা চাটা দালাল নেতা নেত্রীদের এবং প্রতিবাদ জানাই বিএসএফ প্রধানের এই বক্তব্যের। যদিও জানি আমাদের প্রতিবাদে তাদের কিছু আসে যায় না তারপরও ঘৃনা রইল তাদের প্রতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.