আমাদের কথা খুঁজে নিন

   

দেখে নিন সামহ্যোয়ারইন ব্লগ যদি ''প্রাথমিক বিদ্যালয়'' হত তাহলে কোন ব্লগার কেমন ছাত্র হত

আমি তোমাদেরই একজন আরিলঃ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জানাঃ হেড মিসেস। ছাত্র-ছাত্রিরা তারে আফা ডাকে। নাফিস ইফতেখারঃ স্কুলের সবচেয়ে মেধাবি ছাত্র কিন্তু একটু দুষ্টু, ছাত্র-ছাত্রিদের অনেক প্রিয়। মাঝে মাঝে ত্রিভুজরে ড্রিস্ট্রাব করে।

ত্রিভুজঃ মেধাবি ছাত্র ৫ ওয়াক্ত নামাজ পরে। লেখা পরার পাশাপাশি নিয়মিত কিশোর কণ্ঠ বই পরে, এবং অন্যকেও পরতে উৎসাহিত করে। অন্যমনস্ক শরৎঃ শিক্ষক কাম ছাত্র। ফিউশন ফাইভঃ খেমতা শালি ছাত্র ঠিকমত ক্লাস করেনা খালি পরিক্ষা দেয়, উনার অনেক পাওয়ার শিক্ষকরা ওনারে অনেক আদর করে। কৌশিকঃ খুব মনযোগী ছাত্র।

উনার মাথার দিকে তাকাইলেই বুঝা যায় উনি কতটা পড়া লেখা করে। শিক্ষকদের অতি আদরের। আসিফ মহিউদ্দীনঃ ধর্ম স্যারের দুই চোখের বিষ। খালি যুক্তি দেয় যুক্তি ছাড়া কিছু বুঝেনা, তয় ছাত্র ভাল। জিসান শা ইকরামঃ বয়স্ক ছাত্র।

পোলাপান আদর কইরা মামা ডাকে। পড়া লেখা বাদ দিয়া খালি আড্ডা দেয়। শ। মসীরঃ পুরান ছাত্র। সবসময় সামনের বেঞ্চে বসে।

চেয়ারম্যান০০৭ঃ গেরাম থেইকা নতুন আইসা ভর্তি হইছে। খালি পুংটামি করে। রােশদ হাসানঃ পুলা কিন্তু সাজগোজ করে মাইয়াগো মত। দুষ্টু পুলাপান তারে নিয়া অনেক মজা করে কিন্তু সে খুশি হয় । জাহাজী পোলাঃ পড়া লেখার পাশাপাশি নৌকা চালায়।

মাঝে মাঝে নৌকা চালানোর জন্য স্কুল বন্ধ দেয়। নোটিশবোর্ডঃ স্কুলের কেরানী। ( ইহা একটি বালকের কল্পনার অংশ, নাম নিয়ে কারও আপত্তি থাকলে নাম ডিলিট করা হবে। )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.