আমাদের কথা খুঁজে নিন

   

ওপেরা মোবাইলে বাংলা দেখুন । কপি পেস্ট করুন ইচ্ছে মত ।

অথৈ স্বপ্নের সাগরে একটি ভাসমান খড় প্রিয় মাতৃভাষা বাংলা । বাংলা আজ পুরো ওয়েব দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে । এসেছে বাংলা দেখা ও লেখা নিয়ে নানান পদ্ধতি । আজ আলোচনা করব কি করে opera mobile এ বাংলা দেখা যায় তা নিয়ে । আমরা অনেকেই জানি opera:config এ গিয়ে বিটম্যাপ ফন্ট ব্যবহার করে ওপেরা মিনি দিয়ে বাংলা দেখা যায় ।

কিন্তু ওপেরা মোবাইলে বাংলা দেখার নিয়ম এখনো অজানা রয়ে গেছে । আমি এ নিয়ে গুগলে, ব্লগে অনেক সার্চ করেছি । কিন্তু কোথাও সমাধান সমাধান পাইনি । অবশেষে একদিন নিজেই বসে পড়লাম সমাধান আবিষ্কার করতে । অনেক শ্রম দিয়ে একসময় আমি সাফল্যের মুখ দেখলাম ।

পদ্ধতিটিতে কয়েকটি কাজ করতে হত । 1. একটি বাংলা ফন্ট নামানো 2. একটি থার্ড পার্টির ফাইল ম্যানেজার ইন্সটল করা 3. ওই ফাইল ম্যানেজার দিয়ে ফন্ট টি কে একটি নির্দিষ্ট ড্রাইভে ইন্সটল করা । গবেষণা চালিয়ে গেলাম কি করে পদ্ধতিটিকে আরো সহজ করা যায় । কয়েকদিন খেটেখুঁটে বানিয়ে ফেললাম একটি ছোট্ট সফট্‌ওয়ার । সফট্‌ওয়ারটি ইন্সটল করে নিলে আপনি ওপেরা মোবাইল মোবাইলের যেকোন ভার্‌সন থেকে বাংলা দেখতে পারবেন ।

সফট্‌ওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে সফট্‌ওয়ার শুধু মাত্র সিম্বিয়ান তৃতীয় ও পঞ্চম প্রজন্মের ডিভাইস গুলোতে কার্যকার । সফট্‌ওয়ারটি ইন্সটল করতে আপনার ফোনটিকে হ্যাক করার প্রয়োজন নেই । শুধু নিচের ধাপ গুলো অনুসরণ করলেই চলবে । 1.আপনার হ্যান্ডসেট এর application manager এ গিয়ে installation setting থেকে software installation অপশনটি all সিলেক্ট করে দিন । 2. এবার সফট্‌ওয়ার ইন্সটল করুন ।

ইন্সটল করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার ওপেরা মোবাইল যে ড্রাইভে ইন্সটল করা এই সফট্‌ টিও ওই ড্রাইভে ইন্সটল করতে হবে । 3. এবার ওপেরা মোবাইল রান করুন । সামু ব্লগে ঢুকুন । দেখুন বাংলা আসছে কিনা । এই সফট্‌ টি তৈরি করার পর আমি আমার বন্ধু কামরুল আহসান কে জানাই ।

সে তার নিজের তৈরি certificate দিয়ে এটি signed করে দেয় এবং সফট্‌ টি নিয়ে ফেইসবুকে তার একটি জনপ্রিয় পেজে একটি পোস্ট দেয় । পোস্টটি দেখতেএখানে ক্লিক করুন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।