আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ কুয়েট!! কেমন যাচ্ছে হবু প্রকৌশলীদের দিনকাল????

এবার তোরা মানুষ হবি facebook.com/tabassumDorshon আমাদের দেশে কিছু হলে প্রথম কয়েকদিন খুব আগ্রহ নিয়ে লোকজন তার খবর শোনে। আলোচনা সমালোচনায় রাস্তায় হাটা যায় না। দুই দিন পার হলে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। অন্যায়ের বিচার হল কি হলনা, সেটা খোজ নেয়ার প্রয়োজন ও মনে করেনা কেউ। আমরা না জানলেও আমাদের এই স্বভাবটাকে ভাল ভাবে জানে, যারা আমাদের দেশে অন্যায় করে তারা।

তারা খুব ভালভাবেই জানে তারা সময়ের সাথে সাথে ভিলেন থেকে নায়কে, নায়ক থেকে মহা নায়কে পরিনত হবে। তাই তারা অন্যায় করে আর আমরা বলদরা অন্যায় সহ্য করি, তাদের অন্যায় করতে পরোক্ষ ভাবে সহায়তা করি। আলোচনা ,সমালোচনা করে তাদের গ্রহন যোগ্যতা প্রথমে কমায়ে দিলেও পরে বাড়ায়ে দেই। ছোটখাট অন্যায় কারিকে বড় অন্যায়ের রাস্তা খোলে দেই। কুয়েটের অমর একুশে হলের বার্ষিক ভোজকে কেন্দ্র করে ঘটে যাওয়া নোংরা ঘটনার পর এখনো খোলেনি ক্যাম্পাস।

না হয়েছে কোন বিচার না নিয়েছে ক্যাম্পাস খোলার কোন স্বীদ্ধান্ত। এক মাস দুই দিন বন্ধ আছে ক্যাম্পাস। শোনা যাচ্ছে ১২/০২/১২ তারিখের আগে খোলার কোন সম্ভবনা নাই। এখন পর্যন্ত যেটুকু উন্নতি হয়ে ; ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, সমাবেশ, ব্যানার নিষিদ্ধ করা হয়েছে। এটাতে লাভ কি ঠিকই রাজনীতি শুরু হয়ে যাবে।

আগেও এমন নোটিশ বহু দেখেছি। ক্ষতি হয়েছে বড় ভাইদের। ছোটের মুখের দিকে তাকিয়ে কনভোকেশন বয়কট করেছে। অনেক ইচ্ছা থাকলে আসতে পারছেনা। অবশেষে বাতিল।

যাই হোক, কুয়েটের ছেলেরা বাড়িতে বসে বসে কি করছে সেটা একটু দেখা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেই কাটছে বেশিভাগের সময়। তবে বাংলালায়ন ওয়াইমেক্স এর মডেম হওয়ার কারনে মেট্রোপলিটনের বাইরের ছেলে-মেয়েরা এখন বঞ্চিত হচ্ছে এ বিনোদন থেকে। তবে তাদের বেশি ভাগকে কল দিলেই শুনা যাচ্ছে আত্নীয়ের বাড়িতেবেড়াতে যাচ্ছি । যাক বন্ধ থাকাতে এই একটা জিনিশ ভালোই হয়েছে।

সম্পর্ক এ সুযোগে একটু গাঢ় হবে। তবে প্রেমের সম্পর্ক যাদের তারা হইত আর কুয়েটে ফিরবেন না। সম্পর্ক গাঢ় হতে হতে ফেবিকলের মজবুত জোড়ার মত আটকে থাকবেন বাড়িতে। স্যাররা অনেক দিন পর এক সঙ্গে এত ছুটি পেলেন। তারাও অমেজের ভিতরেই আছেন।

অনেকেই হয়ত মনে মনে চাইছেন ছুটিটা একটু বড় হক। যারা নতুন বিয়ে করেছেন তারাত সারা দিন ঘুরে বেড়াচ্ছেন , যারা বিয়ে করেননি তারাও বসে নেই। তারা আরো বেশি ঘুরে বেরাচ্ছেন। সত্য বলতে খুজে বেড়াচ্ছেন বললেই ভাল বলা হবে। যাই হক এটাই উত্তম সময়!!! ছাত্র-ছাত্রীর ও বেড়িয়ে পরতে পারেন।

তাই হঠাত করে ক্যাম্পাস খুললে তাদের একটু মন খারাপ হওয়ারই কথা । যারা ইন্টারনেট কানেকশনের সাথে আছেন তাদের কিছু কথা তাদের মুখথেকেই শুনি কি বলেন??? মায়ের কাছে গিয়ে মায়ের প্রতি ভালবাসা বেড়েছে অনেকের। জানানিনা এরা এবার ছুটি শেষে ফিরবে কিনা!!!! পরীক্ষা দিতে দিতে যেন স্বভাব হয়েগেছে এদের। এখন ছুটি পেলেও বসে থাকতে মন চাইনা। ক্যাম্পাস খোলা নাই, কিছু স্বভাবত আছে!!!!! তবে অন্য রকম প্রশ্ন পত্রেও পরিক্ষা দিচ্ছে অনেকে!!!!!! আহা! !!!!! সামাজিক সচেতনতা বাড়াচ্ছে কেউ।

তৈরি হচ্ছে প্রতিবাদের জন্য......... চিন্তাটা খারাপ না !!!! এখনো সুস্থ হয়নি আলাউদ্দিন ভাই। হাত এখন ভালভাবে নাড়াতে পারেনা। সেদিনের হামলার শিকার তিনি। তারপরেও সব বদলালেও বদলাইনি অনেকে। জেমসের গানের মত “ পৃথিবী বদলে গেছে......।

। বদলায়নি বদলায়নি শুধু আমি...” (নিশ্চয় চিনতে পেরেছেন এই জুবায়ের সিরাজকে????? না পারলে এখানে ) হয়ত শুধু এই কিছু না বদলানো লোকের জন্য বদলাবেনা কুয়েটের ভাগ্য, দেশের ভাগ্য!!! তবুও বুক বাধি, স্বপ্ন দেখি , আশা করি ভাল কিছুর। আশা নিয়েই বেচে থাকা। এই আশাকে সাথে নিয়েই আবারো কুয়েটে ফিরে যাবার অপেক্ষায় আছি আমরা......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.