আমাদের কথা খুঁজে নিন

   

ক্লেশ অফ সিভিলায়জেশান -ভার্চুয়াল বাংলা বনাম সোশ্যাল বাংলা

এইটা আমার ব্লগ। নেট একটা অদ্ভূত জায়গা। নেট এর এনিনমিসিটি নিয়ে অনেক বিতর্ক আছে। যারা নব্বই দশকের শেষে নিউজ গ্রুপ এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে irc চ্যাট বা ইয়াহু চ্যাট এর সাথে পরিচিত তারা জানেন, নিজের পরিচয় গোপন রেখে নেটে মানুষ কি ধরনের বিকৃত রুচির পরিচয় দিয়েছে তখন । নেট এনোনিমিটি নিয়ে অনেক বিতর্ক হয়ছে তখন সজ্ঞান মহলে।

কারণ মানুষ তার পরিচয় গোপন করে, যা ইচ্ছা তা করবে -এইটা সোসাইটি এর জন্যে ক্ষতিকর বলে মনে করা হত। দেখা গেছে, সোশ্যাল স্পেস এ যে কথা আপনি বলতে পারবেন না, নেট এ আপনি সেই কথা বলতাসেন, কারণ এই খানে আপনার উপর সোশ্যাল প্রেসার নাই এবং কেও আপনাকে চিন্তাসেনা । কিন্তু আপনার কথা গুলো এই সোসাইটি তে সাসটেইন করার মত না। নেট দারায়সে ২০ বছরে কিন্তু সোসাইটি কি নিতে পারবে কি নিতে পারবেনা সেই চর্চা হয় কয় এক শ বছরের অভিযোজনে । এত দিন পর্যন্ত নেট এ কি ডিবেট টা হচ্ছে তা ছিল শুধু মাত্র একটা শ্রেনীর কাছে আবদ্ধ , কিন্তু আজ যেই মাত্র ব্লগার রা সামনে আসল শাহবাগ এর সুবাদে তখনই নেট এর অনেক বিষয় সামনে চলে আসছে যা সোশ্যাল স্পেস এ কোনো মতই গ্রহণ যোগ্য হবেনা।

এই তা শুধু আস্তিকতা নাস্তিকতা নয়, আরো অনেক কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ইন্টারেস্টিং লি এই বিষয় গুলো, নেট এও যথেষ্ঠ ভাবে প্রতিবাদ এর সম্মুখীন হইসে এবং এক্সট্রিম ভিউ পয়েন্ট গুলো নেট এও মার্জিনালায়জ্দ হইছে- গ্রহণযোগ্যতা পায় নাই। । কিন্তু, এই ডাইনামিকস টা বাদ দিয়া , আমাদের দেশের প্রচারনায় আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড এর যে একটা ইমেজ আজ জন মানুষের সামনে দাড়া করানো হচ্ছে, তা হলুদ সাংবাদিকতা নয়, কালো সাংবাদিকতা । এবং সরকার, মৌলবাদী দের প্রেসার এ পরে , অনেক নিরীহ ব্লগার কে গ্রেপ্তার করে চোর ডাকাত এর মত জন সমুক্ষে এনে আমার দেশের ওই প্রোপাগান্ডা গুলো কে বৈধতা দিচ্ছে।

অথচ, এইটা ক্লাস অফ টু সিভিলায়জেশান। এই সময় ক্রিয়া প্রতিক্রিয়া হওয়া টাই স্বাভাবিক। এবং ক্রিয়া প্রতিক্রিয়া টা অনেক এক্সট্রিম হওয়া টা অস্বাভাবিক নয়। এই ক্লেশ টা অবশ্যম্ভাবী ছিল এবং এই সিচুয়েশন টাকে অনেক মেচিউর ভাবে মেনেজ করা সম্ভব ছিল, সব পক্ষএর মতামত নিয়ে । কিন্তু সরকার এই টাকে একটা রিমান্ড,ভয়, গুম,মত প্রকাশে অধিকার হরণ সহ সকল ধরনের দমন নীতির মাধ্যমে হ্যান্ডেল করতাসে শুধু মাত্র তার রাজনৈতিক সুবিধার জন্যে ।

এই উদ্ধত, দুর্নীতিবাজ, নীতিহীন সরকার প্রতিটা ক্ষেত্রেই দেশ তাকে ভয়াবহ পতনের দিকে নিয়ে যাচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।