আমাদের কথা খুঁজে নিন

   

একুশের গল্প

আমি আমজনতা । আপনাদের মতন এই দেশের সব কিছুর ভূক্তভোগী । । গল্প বলি তোমরা শোনো, বাচ্চা কাচ্চা দৈত্য দানো, চুপ,চুপ,চুপ সব্বাই চুপ, সত্য একটা কাহিণী শোন । আমরা সবাই বলিনা কথা- বাংলা ভাষায় যথা তথা এটা কিন্তু একদিন ভাই অন্যের ছিল মাথাব্যাথা ! আমাদের যেসব শত্রু ছিলো ঐ যে তোমরা পাকিস্তানি বলো ওরা আমাদের জোর করে উর্দু ভাষা বলতে বলে ।

দেখোতো কেমন রাগের ব্যাপার-শুনেই মেজাজ চরমে সবার । না, না, না মানিনা এটা, এমন কিছু মানিনা আবার । ওরাও ছিলো গোয়ার মতন, দেশ চালাতো যেমন তেমন মনের কথা বলত মুখে, পুষতো দোষর ডজন ডজন । তারপর শোনো হয়েছা টা কি, উর্দু জাতীয় ভাষা নাকি !! বলতে হবে সকল কথাই, মগের মুল্লুক পেয়েছে আরকি । সবাই মিলে গোপন করে উর্দু চাপাল আমাদের ঘাড়ে, সব জায়গায় আমরা নাকি উর্দু বলব - বাংলা ছেড়ে ! দেশতো পুরো রাগে গরম; বলে, ব্যাটাদের সাহস চরম ।

বৃটিশরাও যে পারেনি কভূও, ইংরেজি ভাষা বলাতে তেমন । তখন সবার এক-ই দাবি, বাংলা ভাষা মেনে নিবি; নইলে তোদের কি-ই যে হবে, এ দেশটাও ছেড়ে পালাবি । সত্যি ছিলো এসব কথা, বোঝেনি তখন পাকিস্তানি ব্যাটা , একাত্তরে ঠিকই সবাই দেশ ছেড়েছে মাথামোটা । ছাত্র ভাইরা মিছিল নিয়ে নির্ভয়ে সব যায় এগিয়ে, 'রাষ্ট্রভাষা বাংলা চাই' এসব প্লাকার্ড ব্যানার নিয়ে । সারাদেশ তখন এক হয়ে মায়ের ভাষাকে বুকে নিয়ে রাস্তায় সব লিখলো ক-খ, মরলো ওদের গুলি খেয়ে ।

কত ভাই যে প্রাণ হারাল, কত জন-ই বা আঘাত পেল সত্য হিসেব মেলেনি তখন, পরেই কি-ই বা জানা গেল । এরপর কি জানোতো তোমরা বাঙ্গালিরা সব পাগলপারা বাঙ্গালির সেই বাশের লাঠিতে শত্রু-দোষর ঘায়েল ওরা । তখন থেকেই বাংলা ভাষা হয়ে গেলো যে রাষ্ট্রভাষা পাঁচ কোটি বুড়ো বাঙ্গালির মিটিয়ে দিলো প্রাণের আশা । তাইতো বলি তোমরা শোন, বাংলা অনেক দানি জেনো, বলতে হয়তো সহজ লাগে, তবুও নয় ফেলনা কোনো । গর্বো আমরা করতেই পারি বাংলা আছে এদেশ ছাড়ি, গোটা পৃথিবী একই দিনে ভাষা দিবস পালন করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।