আমাদের কথা খুঁজে নিন

   

দেশোদ্ধার

কাক শেয়ালের উদ্যান তবু এক একটা দিন বেঁচে থাকার নতুন প্রত্যয়ে জেগে উঠা এটা ওটা করছি সিগারেট পুড়ছি চা গিলছি নিরবিচ্ছিন্ন অন্ন ধ্বংস করছি চুলে বিলি কেটে আয়নায় বয়স দেখে নিচ্ছি বাজারের ফর্দ নিয়ে দৌঁড়ুচ্ছি সপ্তাহ না যেতেই মূল্যস্ফীতির সমানুপাতিকে কমছে মানিব্যাগের স্বাস্থ্য। দেশ মাতৃকার স্বাস্থ্য কমছে শীত গ্রীষ্মে চারিদিকে অনাহারী অর্ধাহারী শরীর কঙ্গালসার লেংটো ছেলের দল ফুটপাথ ডাষ্টবিনে মানুষ ও পরজীব্যদের একান্ত সহবাস নৈমিত্তিক উপবাস, ওদিকে লেক্সাস পোরসে হাঁকিয়ে দানবেরা ছুঁটে যায় কালোগ্লাসের আড়ালে দেখে নেয় আর কতটুকু অবশিষ্ট নির্যাস। মহাশয় এই সব আটপৌরে গৃহস্থালী আর কতকাল? মহোদয় আর কতকাল ফাইল পত্তরে কলম চালিয়ে হবে দেশোদ্ধার?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।