আমাদের কথা খুঁজে নিন

   

কুরআন পড়ি , হাদিস পড়ি

খুব সাধারন একজন মানুষ। স্বপ্ন দেখতে ভালবাসি।সবসময় আশায় থাকি। আলোকিত সকালের প্রত্যাশায় চলি নিরবধি। -“আর স্বরণ করো! তোমাদের প্রভু ঘোষনা করলেন- তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই নেয়ামত বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি হবে সুকঠিন।" ----(সূরা ইব্রাহিম, আয়াত 7) রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, ----- ‘তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে।’ তিনি আরো ইরশাদ করেছেন----- ‘বুদ্ধিমান সে যে নিজের কুপ্রবৃত্তিকে নিজের অনুগত করে নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ সে যে নিজের কুপ্রবৃদ্ধি অনুসরণ করে এবং আল্লাহর কাছে বড় বড় আশা করে।’ ক্ষমা প্রার্থনায় কখনো হতাশ হতে নেই: “হযরত আবু হামযা আনাস ইবনে মালেক আনসারী (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তাঁর বান্দাহর তাওবায় তোমাদের ঐ লোকের চেয়েও বেশি খুশি হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল।” (সহীহ বুখারী ও মুসলিম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।