আমাদের কথা খুঁজে নিন

   

সাদ্দাম নামা। চেপে রাখা ইতিহাস...

যুদ্ধাপরাধির বিচার চাওয়ার নামে ধর্মের সম্পর্কে অপপ্রচার করলে, তোমারে উস্টা :@ আমার বাসার পাশেই অনেক বড় একটা মাদ্রাসা। মসজিদের সাথেই মাদ্রাসা হওয়ায় নামাজ পড়তে গেলেই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে দেখা হয়। মাদ্রাসার বুখারি শরিফের ক্লাস হত এশার নামাযের পরে। গত বছর নিয়মিত চেষ্টা করতাম, বুখারি শরিফের ক্লাসে বসতে। একদিন হাদিসের প্রসঙ্গক্রমে, শায়খুল হাদিস সাহবে বললেন, যালেমের অপসারন হয় দুইভাবে।

১) কোন ন্যায়পরায়ন শাসকের মাধ্যমে ২) তার থেকেও বড় যালেমের মাধ্যমে। উদাহরন দিতে গিয়ে তিনি সাদ্দামের একটা ঘটনা শুনালেন। তার কোন এক ইরাকপ্রবাসি বন্ধুর কাছে তিনি ঘটনাটি শুনেছিলেন। >> সাদ্দাম তার কথার বিপরিতে কাউকে মুখ খুলতে দিত না। কেউ সাহস করে মুখ খুললেই, তার কপালে ভোগান্তির শেষ থাকত না।

একবার কোন এক জনপ্রিয় আলেম সাদ্দামের বিপরিতে কিছু একটা বলেছিলেন। সাথেসাথে তাকে বন্দি করা হল। যেহেতু তিনি একজন জনপ্রিয় আলেম ছিলেন, তাই তার সন্তানরা কোরবানির ঈদের দিন কিছুক্ষনের জন্যে হলেও তাকে প্যারোলে মুক্তি দেয়ার আবেদন জানালো। তাদের বাবাকে মুক্তি দেয়া হয়েছিল। কিন্তু জীবিত নয়।

তার লাশ ঈদের দিন সকালে পাঠিয়ে দেয়া হয়েছিল। এই সাদ্দামের পরিনতি কি হয়েছিল তা সবাই জানেন। সাদ্দামের থেকেও বড় যালেমকে দিয়ে আল্লাহ তাকে তার ফল দিয়েছিলেন। কে যেন বলেছিলেন, যে কোন ঘটনার সমকালিন লেখা ইতিহাস বিজয়িদের কথাই বলে। বিজিতদের কথা শুনতে হলে কিছুদিন অপেক্ষা করতে হয়।

। । আল্লাহ উত্তম পরিকল্পনাকারি। আল্লাহর মাইর, কল্পনার বাইর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.