আমাদের কথা খুঁজে নিন

   

একজন সাদ্দাম হোসেন ও বর্তমান মধ্যপ্রাচ্য

আজও আমি খুজে ফিরি সেই পুরাতন আমাকে

কি হচ্ছে না মধ্যপ্রাচ্যে? আমি জানি না। আরব নেতাদের কাদাছোড়াছুড়ি, যুদ্ধে বিদ্ধস্ত ফিলিস্তিনকে মানবিক সাহায্য না করা, মানবধিকার সংস্থার চুপ থাকা, আমেরিকাসহ বড় সব রাষ্ট্রের নিরবতা। ঘাড়ে গর্দানে মোটা হওয়া আর একাধিক বিয়ে করে বা না করে পাশবিক চাহিদা পূরনে লিপ্ত থাকা আরব নেতারা আসলে যে আমেরিকার চামচামি করা ছাড়া কিছুই করতে পারে না তা আবারও প্রমান করা। ইরাকে আমেরিকার স্থায়ী ঘাটি বা ইরাক দখল যে ইসরাঈলকে হুমকি মুক্ত রাখার জন্য তা আজ প্রমাণিত সত্য। যে নেতা চেয়েছিল অন্যের গোলামি না করে স্বাধীন ভাবে দেশ চালাতে, আভ্যন্তরীন ব্যাপারে অন্যের নাক গলানো যে একেবারেই সহ্য করতো না আজ ফিলিস্তিনের দুঃসময়ে আমি গভীরভাবে স্মরন করছি।আর সেই সাথে ইসরাইলকে ধিক্কার দিচ্ছি। আপনিও ধিক্কার দিন। আপনার মন্তব্যের ঘরে এক বার থু লিখে। জানি এতে কিছুই হবেনা, আমরা আত্মসান্তনা পাব না আমি একবা ইসরাইলকে থু দিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.