আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত আমি ,পর্বঃ আমাদের সাদ্দাম ভাই



আমার মনের মাঝে যেন অন্য এক আমার বসবাস। যার সাথে আমার কোন পরিচয় নেই। সেই কবে এখানে এসেছি তারপর কত কিছু এলো গেল কিন্তু আমি সেই আমিই রয়ে গেলাম। যাকে কেউ চায় না এমনকি নিজের মাও না। এমন ধারণা নিয়েই দিন কাটাচ্ছেন আমাদের সাদ্দাম ভাই।

জানি না আর কতদিন তিনি টিকে থাকবেন থাকলেই বা কোন অবস্থায়। এসব নেশাগ্রস্ত মানুষ যাদের জীবনের আশা একটু একটু করে অস্তমিত হচ্ছে তারাও যে কতটা ভাল মানুষ তা আমি কোন দিনও জানতে পারতাম না। যদি না সাদ্দাম ভাইয়ের সাথে আমার পরিচয় থাকতো। আমার বেশ কয়েকজন বন্ধু বিভিন্ন উপলক্ষে মদ গাজা খায় আর উপলক্ষ না থাকলে নিজেরাই তা বানিয়ে নেয়। একসাথে থাকলে অধিকাংশ সময়ই এরা আমাকেও সঙ্গী বানায়।

কিন্তু সাদ্দাম ভাই কখনো সজ্ঞানে আমাকে এসব গ্রহণ করতে দেননি। আমি বলবো না আমার বন্ধুরা আমার খারাপ চায়। কারণ আমি ভাল করেই জানি তারা আমাকে কতটা ভালবাসে। কিন্তু এই নেশা জাতীয় দ্রব্যাদির ক্ষেত্রে তাদের চিন্তা খুবই ভয়ানক। অনেকটা এরকম আমি খেতে পারলে তুই পারবি না কেন।

এ ধরনের চিন্তা কোন দায়িত্বশীল চিন্তা নয় । অনেকটা দায় এড়ানোর মত । এজন্যই নিজে নেশাগ্রস্ত না হওয়া সত্তেও আমি সাদ্দাম ভাইয়ের সাথে বেশ অনেকটা সময় কাটাই। কারণ বাহ্যিক দাম্ভিক মানুষটার মধ্যে রয়েছে একটা ভালবাসার কাঙাল মন। শুধুমাত্র একটু ভালবাসাই এসব অসহায় মানুষদের দিতে পারে নতুন জীবন।

আর তাদের পরিবারকে পারে আদরের সন্তানকে ফিরিয়ে দিতে। এড়িয়ে যাওয়া নয় কিংবা দয়া দেখানো নয় ভালবাসার হাত বাড়িয়ে দিলে এরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এরা সবাই ভাল হতে চায় , চায় সবার সাথে চলতে সবাইকে ভালবাসতে সবার মধ্যে থাকতে। কিন্তু যে স্বপ্ন তারা দেখেছিল তা ভেঙে যাওয়ায় এরা পরিনত হয়েছে মানুষ থেকে রবোটে। রবোট যেমন একটা নির্দিষ্ট প্রোগ্রামের বাইরে যেতে পারে না এরাও নতুন কিছু করতে পারে না।

যতক্ষন না কেউ এদের পাশে দাড়ায় সহযোগিতা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।