আমাদের কথা খুঁজে নিন

   

গভীর অর্থবহ কিছু ছবি !

আমি এক যাযাবর.... সিংহল সমুদ্র থেকে মরুভূমি ...অনেক হেঁটেছি আমি । ক্যামেরা হাতে গিয়েছি দূর্গম সব স্থানে ! আকাশে....পাতালে....কোথায় যাইনি আমি ? আমার প্রতিভা আবিষ্কার করেছে অদ্ভুত কিছু ছবি যা মনকে নাড়া দিয়ে যাবে....ভাবাবে ! ওহ ! আমার ভেতরে এত প্রতিভা লুকিয়ে ছিল ! প্রথমেই আপনাদের দেখাতে চাই বহু ওপর থেকে তোলা কিছু ছবি , যার কয়েকটি তোলা হয়েছে হেলিকপ্টার থেকে ! দেখুন ! নদীমাতৃক বাংলাদেশে নদীতে কিভাবে চর পড়েছে ! পানি দুষিত হয়ে কালো হয়ে গেছে ! নদী শুকিয়ে কাঁদামাটির রাস্তা হয়ে গেছে ! কে নেবে এর দায় ? বিশাল এলাকা জুড়ে কাঁদামাটি ছাড়া আর কিছুই নেই ! এর মধ্যে দিয়ে বড় বড় ট্রাক চলে গেছে , তাদের চাকার ছাপ ! এই সেই হেলিকপ্টার , যা থেকে এসব ছবি তোলা হয়েছে ! দেখুন মেঘশূন্য আকাশের ছবি ! কি সুন্দর নীল ! বিশালাকৃতি গ্যাসের কূপ ! এখন আর কোন কাজেই লাগেনা ! সমুদ্রের বালুকাবেলা ! বালু দিয়ে তৈরী প্রাকৃতিক ডিজাইন ! অনেক উঁচু বিল্ডিং-এর ওপর থেকে তোলা ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছাগু অবাক বিস্ময়ে ওপরদিকে তাকিয়ে আছে ! সিটি কর্পোরেশনের বিশাল পাইপ, এটা দিয়ে সব ময়লা পড়ে ! এখন বন্ধ । বাইরে জঙ্গল গজাইছে ! ইয়ে....মনে হয় ইট্টু ভুল হয়া গেছে ! কি দিতে কি দিয়া ফেলছি ! নদী টদী কাদামাটি না....ওইগুলা আসলে আমার বাসার ছাদে পানি জমছিলো ! আকাশের ছবিটা আসলে ছাদের নীল রঙের দেয়ালের অংশ বালুকাবেলাটা আমার ঘরের পিড়ি ছাগুটা আসলে..... আর সিটি কর্পোরেশনের বিশাল পাইপটা আসলে ছাদের পানির নালা কি করুম কন ! ছবি তুলতে মঞ্চায় কিন্তু বাইরে যাইতে পার্তেছিনা আর চারিদিকে তো শুধু ইটকাঠের জঙ্গল ! তাই কল্পনায় ঘুইরা বেড়াই !! সুন্দর একটা মসজিদ আছে অবশ্য ! গাছ বলতে আছে শুধু ঘরের বারান্দায় ! এই যে একটা গোলাপের ঝাড় ! কিন্তু গোলাপগুলাও পেলাস্টিকের সবশেষে একটা ফটোগ্রাফী জোক : Top ten reasons to date a photographer: 1. They work well in the dark 2. They’re used to funny smells 3. They make things develop 4. They work well on many settings 5. They know how to focus 6. They can make big things look small and small things look big 7. They work well from many different angles 8. They zoom in and out. And in and out and in and out and in and out… 9. They shoot in many different locations 1o. They can find the beauty in anything শুভরাত্রি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।