আমাদের কথা খুঁজে নিন

   

Basement of Copyright

এসো আবার চড়াই উৎড়ই.......... আপনি বলতেই পারেন, সৃষ্টির সামগ্রিকতার সুফল, দেখাতেই পারেন মহানুভবতা, কিন্তু, সেই সাথে মনে রাখবেন ভীরের বাজারে আপনার যৌবণভরা দেহখানিকে নগ্ন রেখে কুমার/কুমারী থাকার যে দুষ্প্রাপ্য বাসনা আপনি করেছেন, তা অলীকমাত্র, আপনি কিভাবে আশা করেন যে সমগ্র মানুষ্যরূপীরা আচরণেও মানুষ হয়ে উঠেছে, সুযোগের অপেক্ষামাত্র অমনি হুরমুর করে ভেঙ্গে দিয়ে সত্ত্বা প্রেত হাঁসবে অট্টহাঁসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বানীটি আপনাকে তখনই বলতে পারি, যখন আপনি নিজেরও আপনার সৃষ্টিকে নিরাপত্তা দিতে পেরেছেন। তবে এটুকু মনে রাখবেন যে সমস্ত জ্ঞান পিপাসুরা- শিল্পের ধারক ও বাহকরা পৃথিবীতে আছেন ও আসবেন তাদের কাছে যেন আপনার সৃষ্টি সুলভে পৌছে যায়, সেই সাথে আপনার Indivisual সত্ত্বাকে ও সত্ত্বার ইগোকে আঘাত না দিয়ে সৃষ্টির স্রষ্টা হিশেবে আপনার স্বীকৃতিও মহাকালেরই দাবী। Wiki আমাদের সামগ্রিকতার শক্তি, copyright আমাদের i Indivisual existance, Piracy হলো মহাকালে আপনার অস্তিত্ব, তবে যারা Piracy করবেন তাদের বলছি স্রষ্টার অস্তিত্বকে অন্তন্ত স্বীকৃতি প্রদান করতে ভুলবেন না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.