আমাদের কথা খুঁজে নিন

   

প্রোগ্রামিং কোর্স

খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি আমরা একটি প্রোগ্রামিং কোর্স ডিজাইন করেছি। ৫০০ ঘন্টার কোর্স। খুবই সহজভাবে যেন প্রোগ্রামিং যে কেউ শিখতে পারে। বয়স ১২ বা ৫২ যাই হোক না কেন। এই কোর্সটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন যে কেউ শুধু 'সময়' দেয়ার মাধ্যমে A+ পেতে পারে।

কোন ধরনের মেধা বা সৃষ্টিকর্তা প্রদত্ত সুবিধা যেন ফলাফলকে নিয়ন্ত্রিত না করে সেদিকে সবসময় খেয়াল রাখা হয়েছে। কেন 'সময়' নিয়ে এত বাড়াবাড়ি? আমরা চিন্তা করে দেখেছি পৃথিবীতে একমাত্র সময় সবচেয়ে সুষমভাবে বন্টন হয়ে থাকে। বিল গেটস বা ফার্মগেট ওভারব্রিজের ফকির সবার জন্য সমান বরাদ্দ (এখন পর্যন্ত)। এমনকি পানি বা বাতাসও (দুষিত হতে পারে) এত সুষম বন্টন হয়না। এই কোর্সটি থেকে কোন উপকার পেতে হলে প্রথমে নিজে নিজে প্রতিজ্ঞা করতে হবে যে যত কঠিন বা সহজই মনে হোক কোন অনুশীলন থেকে নিজেকে গুটিয়ে নেয়া যাবে না।

৫০০ ঘন্টা সময় এর জন্য বরাদ্দ রাখতে হবে। সময় ৬ মাস থেকে ১ বছর। সবাই সমান সময় দিতে পারবে না- সুতরাং বিভিন্নজনের বিভিন্ন সময় লাগতে পারে। কোর্সটি পুরোপুরি অনলাইন। এবং কোন ধরণের ভনিতা এর মধ্যে নেই।

কোন সার্টিফিকেট দেয়া হবে না। শুধুমাত্র শেখার আগ্রহ থেকে যারা কোর্সটিতে অংশ নিতে চান তাদের রেজিষ্ট্রেশনের জন্য ইমেইল ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা হল। রেজিষ্ট্রেশনের জন্য ইমেইল পাঠালে আমরা এই মুহুর্তে কোন ইমেইলের রিপ্লাই দিতে পারব না। আর ইমেইলে কোন কিছু লেখারও দরকার নাই- লিখলেও ক্ষতি নাই। যে ইমেইল থেকে ইমেইল করবেন আমরা সেই ঠিকানায় ম্যাটেরিয়াল পাঠাব।

কোর্সটিতে কোন পূর্ব অভিজ্ঞতা দরকার নেই। তবে একটি ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার লাগবে। আর কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে (ফাইল তৈরি, সেভ করা, খোলা এই ধরণের)। কোর্স শেষে একজন যে কোন ধরনের প্রোগ্রামিং সমস্যা যেটা সাধারণ কমার্শিয়াল কোম্পানিতে দরকার হয় তা করতে পারবে বলে আমরা আশা করি। আমার সাথে আছেন কয়েকজন বিশ্বসেরা সফটওয়ার ইঞ্জিনিয়ার ভলান্টিয়ার।

(আমি ওনাদের হাতে পায়ে ধরার কাজটা করেছি যেন ওনারা কিছুটা সময় দেন। ) কোর্সটি পুরোপুরি বিনামূল্যে- আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। যে কোন ব্যাকগ্রাইন্ডের যে কেউ অংশ নিতে পারেন। অনলাইন হওয়ায় অংশগ্রহনকারীর সংখ্যা সীমিত না। আমরা আশা করছি মার্চ ২, ২০১২ শুক্রবার শুরু করা যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.