আমাদের কথা খুঁজে নিন

   

odesk এর ১০%

একটা লেখা পড়ে খুব ভালো লাগলো। একজন ফ্রীলান্সের এর কথা,আমিও একজন মুক্ত পেশাজিবি..কিন্তু লিখাটার কোনো এক জায়গায় সে বলল odesk এর ১০% Charge তার কাছে খুব কষ্ট লাগে,কিন্তু আমার কথা হলো ১০% এর জন্য আমি এখন মুক্ত, শুধুমাত্র ১০% এর জন্য আমাকে বাসে ঝুলে ঝুলে অফিস করতে হয়না,১০% এর জন্য আমাকে কারো ঝারি শুনতে হয় না. ৫ মিনিটের দেরিতে অফিস এ ঢুকলে ১ দিনের বেতন কাটা যায় না, ১০% এর জন্য মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতনের অপেক্ষাও করতে হয়না. তাহলে ১০% কি খুব বেশি হয়ে গেল? আর যদি odesk না থাকত তাহলে কি হইতো???? আমি বলছিনা যে উনি খারাপ কথা বলেছে, আমি শুধু আমার কথাটা লিখলাম. লিখাটা পরেছিলাম এইখানে : Click This Link আমি অনেক ফ্রীলান্সের এর মানুষ দেখেছি খালি বলে পেমেন্ট এর সমসা থাকার কারণে সরাসরি কাজ ধরা যায় না. কে বলছে? আমি করতেসি! অনেক পেমেন্ট ব্যবস্থা আছে যা ইছা করলেই সরাসরি কাজ করানো যায়.আপনার ক্লায়ন্ট যদি সরাসরি কাজ দেয় আপনাকে তাহলে তাকে শুধু একটু request করতে হবে যাতে সে আপনার জন্য সামান্য একটা কাজ করে তাকে শুধু একটা Account খুলে দিতে হবে আপনার নামে এইখানে : https://www.walmartmoneycard.com হয়ে গেল সমাধান, এর পর আপনার নামে একটা কার্ড আসবে আপনার Client এর কাছে সে শুধু ওই কার্ড টি আপনার ঠিকানায় পাঠায় দেবে, পোস্টাল এ পাঠালে সময় লাগবে ৭দিন - ২১দিন. এর জন্য আপনার client এর খরচ হবে মাত্র $৭. যে কার্ড আপনি পাবেন ওটা দিয়া যে কোনো ভিসা Network এ টাকা তুলতে পারবেন.এই কার্ড বানাতে আপনার client এর নতুন করে কোনো Account খুলতে হবে না. সে তার bank থেকে ৩ ঘন্টার ভেতর টাকা কার্ড এ পাঠাতে পারবে.এবং এই কার্ড এর সাথে online Account তৈরী হয়ে যায়,এর মাধমে আপনি টাকা দেখতেও পারবেন Account এর.এমন কি ইন্টারনেট এ যেকোনো get way এই কার্ড সাপোর্ট করে,তার মানে আপনি শপিং ও করতে পারবেন এইটা দিয়া .----------------------------- আমি শুধু USA ভিত্তিক ক্লায়ন্ট এর কথা বললাম,পৃথিবীর প্রায় দেশেই walmart money Card আছে. আমি শুধু একটা পেমেন্ট এর সিস্টেম বললাম. এরকম আরো সিস্টেম আছে... আর নতুন যারা ফ্রীলান্সের সাথে যুক্ত হছে তারা শুধু টাকার কথা ভাবলেই হবে না. সময় আর নিজের কাজের অভিজ্ঞতা টা মাথায় রাখতে হবে আগে. আমি সেইদিন ঘাটতে ঘাটতে এক বাংলাদেশী ছেলের প্রফাইল এ ঢুকে দেখলাম তার প্রতি ঘন্টার রেট $৩৫ এবং সে আগে কখনো কাজ করে নাই.কোনো টেস্ট দেয়নি.এবং কোনো কাজের লিঙ্ক ও নাই. তাই নতুনদের বলব আগেই টাকা চেন্তা করলে হবে না.আগে কাজ,কাজ করলে টাকা আসবেই.হয় তারাতারি আসবে ,আর নাতো একটু দেরিতে আসবে.কিন্তু খালি $$$$$ চেন্তা করলে কিছু আসবে না.(প্রমানিত) (বাংলার জন্য দুক্ষিত:,বাংলা লিখা ভালো পারিনা.) (পোস্ট টা কারো জন্য কোনো কাজেই আসবে না,আবার কারো জন্য অনেক কাজের,কারো যদি মূল্যবান সময় নষ্ট করে থাকি তাহলে দুক্ষিত..)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।