আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ সালের অদ্ভুত খবরের শীর্ষে : রিপ্লিস বিলিভ ইট অর নট

ধুসর এই পৃথিবীতে আমি প্রতিনিয়ত স্বপ্ন খুজে বেড়াই ২০১১ সালে বিশ্বের সবচে মজার এবং অদ্ভুত গল্পগুলোর মধ্যে শীর্ষে স্থান পেয়েছে ৩৯ জন স্ত্রী আর ৯৪ জন সন্তানের পিতা জিওনা চানা। পৃথিবীর আর্শ্চয, অস্বাভাবিক এবং বিদঘুটে সংবাদগুলো সংগ্রহ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপ্লিস বিলিভ ইট অর নট। ২০১১ সালে পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত উদ্ভট খবরগুলোর মধ্যে সবচে’ আলোচিত ১১টি ঘটনার একটি তালিকা গত বৃহস্পতিবার প্রকাশ করেছে তারা। তালিকায় সবচে’ অদ্ভুত ঘটনা হিসেবে শীর্ষে স্থান পেয়েছে লন্ডনের খ্যাতনামা দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত ভারতের মিজোরাম রাজ্যের জিওনা চানার গল্প। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এক গ্রামের বাসিন্দা চানা ৩৯ জন স্ত্রী ৯৪ জন সন্তান এবং ৩৩ জন নাতি-নাতনী নিয়ে নিজের ৪ তলা বাড়িতে বসবাস করেন।

রিপ্লির তালিকায় বাকি অদ্ভূত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল- শিল্পের জন্য অঙ্গ প্রতিস্থাপন- অস্ট্রেলিয়ার শিল্পী স্টেলার্ক নিজের হাতে কান প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন। এতে অবশ্য শেষ পর্যন্ত তার হাতটিই নষ্ট হয়ে গেছে। লিকটেনস্টাইন ভাড়া- মধ্য ইউরোপের আল্পস পার্বত্যাঞ্চলের ক্ষুদ্রদেশ লিকটেনস্টাইনকে এক রাতের জন্য ৭০ হাজার ডলারে এক করপোরেট কোম্পানির কাছে ভাড়া দেওয়ার ঘটনা ছিল এ বছর ব্যাপক আলোচিত। জার্মান ভাষাভাষি দেশগুলোর মধ্যে সবচে ছোট হলেও সবচে ধনী এই দেশ। এর বৈদেশিক ঋণও সবচে কম।

অন্ধ কুকুরের সহকারী আরেক কুকুর- যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেইজি নামের এক অন্ধ কুকুরের সহায়তার জন্য ডিউক নামের আরেক কুকুর নিয়োগ করা হয়। এদের মালিক ভরণপোষণ চালাতে না পারায় এদের স্থান হয় একটি পশু সহায়তা সংস্থায়। শব সংগ্রাহক- এই ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। ২৯টি মৃতদেহসহ এক শব সংগ্রাহককে আটক করে রুশ পুলিশ। বন্দুকপ্রেমীদের দেহভষ্ম দিয়ে বিস্ফোরক তৈরি- যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের দু’টি কোম্পানি বন্দুক প্রেমীদের দেহভষ্ম দিয়ে বিস্ফোরক তৈরির কৌশল উদ্ভাবন করেছে।

কেউ চাইলে সামান্য ফি’র বিনিময়ে মৃত প্রিয়জনের দেহভষ্মের বিস্ফোরক তৈরি করে নিতে পারে। মেক্সিকোর ভ্যাম্পায়ার নারী- ভ্যাম্পায়ার বা রক্তপায়ীদের মতো ভয়ঙ্কর বড় বড় দাঁতবিশিষ্ট মেক্সিকান নারী মারিয়া হোসে ক্রিস্তানার মোমের মূর্তি বানানো হয়েছে। বহু বছর সাধনার পর নিজেকে এমন রূপ দিয়েছেন তিনি। তাকে অমর করে রাখতেই এই প্রচেষ্টা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।