আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ এবং ১১-১১-১১

আজকের এই ১১-১১-১১ দিনটিকে, আমার পরিচিত অনেকেই বিশেষ ভাবে কাজে লাগাতে চাচ্ছেন। কেউ তার ভালবাসার মানুষটিকে নিজের ভালবাসার কথা জানাবেন, কেউ আজকে বিয়ে করছেন, অনেকেই বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছন। আমার কাছে শুধু আজকের দিনটা না পুরু ২০১১ সাল টাই বিশেষভাবে অন্যরকম। আমার যখন কম্পিউটার কেনা হয়,তখন আমি কেমন করে প্রোগাম অন করতে হয় সেটাও জানি না। এক বন্ধুর কাছে একটু একটু করে কম্পিউটার চালানো শিখতে চেষ্টা করি।

আমার কখনো কিছু করতে হয়নি সব আমার সেই বন্ধুই করেছে। উইন্ডোজ সেটআপ থেকে শুরু করে যে কোন সমস্যা কিভাবে সমাধান হয়েছে আমি জানি না। নেটের কানেকশন দেয়া থেকে শুরু করে আমার মেইল একাউন্ট, ফেইসবুক একাউন্ট, সব তার করা। সেই বন্ধুর কাছেই প্রথম জেনেছি এই ব্লগের কথা। সময়ের সাথে সাথে ,আমি কম্পিউটার থেকে শুরু করে জীবনের অনেককিছুই বন্ধুরসাথে শেয়ার করতে থাকি।

২০০১ থেকে ২০১০ সাল পযন্ত শুধু কম্পিউটার নিয়ে না, কোন কিছুই নিজে একা চিন্তা করিনি। কিন্তু আমরা সবসময়ই ভাগ্যের কাছে অসহায়। হঠাৎ ২০১১ সালে এসে আমি আমার সেই বন্ধুকে চিরদিনের মত হারিয়ে ফেললাম। সব কিছুই এলোমেলো হয়ে গেলো। জীবন তো কখনো থেমে থাকেনা, নিজের গতিতে চলতে থাকে ।

এই ২০১১ এ আমাকে একা একা চলতে পারা শিখতে হয়েছে। এই ব্লগে একাই রেজিষ্ট্রেশন করেছি, এখন লিখছি আর ভাবছি আমার সেই বন্ধুর কথা। আজকে ১১-১১-১১ ,এমন মিল প্রতি শত বৎসরে এক বার আসে। এই বিশেষ তারিখ টাতে আমার সেই বন্ধুটি থাকলে কি করা হতো জানিনা,এখন শুধু জানি ২০১১ সাল আমার জন্য অন্যরকম । এ দিনটিতে অনেকেই মনে রাখার মত কিছু করতে চাচ্ছেন,তাদের জন্য শুভকামনা থাকল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।