আমাদের কথা খুঁজে নিন

   

দাদাদের ধার নাই

দাদাদের ধার নাই তাই সফেদ ধোলাই হলো চার-ছয় মার নাই। কমে গেছে কামে ধার আছে শুধু নামে ধার তাই দরদামে ধার চায় তারা বাড়াতে ধার যদি বাড়ে, সেটা বাঘেদের তাড়াতে। আসলে তো দাদাদের কমে গেছে খুরও ধার সুযোগটা পেলে করে ভিনদেশী সুরও ধার। ধারহীন দাদা তাই চায় ধার দেখাতে ধারালো জাতির বুকে তাই নাম লেখাতে ধার দিল আমাদের শতকোটি ডলার। ধার নেই দাদাদের কথাখানা বলার- আগেও ভেবেছি ভাই কথাটা কি ঠিক? ধার নাই কামে-কাজে কথাটা যদিও বাজে- দাদাদের ধার নাই তাই তাই, তাই তাই সীমানায় গোলাগুলি ধিক, দাদা ধিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.