আমাদের কথা খুঁজে নিন

   

লিখবে আমায় , অনির্বাণ ?

অনির্বাণ ! পৃথিবী নিয়ে লিখলে তো খুব এবার কেবল আমায় নিয়ে লিখবে ? অক্ষরগুলো আমায় ছোঁবে দাড়ি , কমা সব সেমিকোলন প্রশ্নবোধক সবটাতেই কেবল থাকবো আমি । বিস্ময়গুলোতে অভিমান ! আমায় ভেবে এক কবিতা ! অনির্বাণ , লিখবে এমন ? এক দুপুর কাঞ্চন ভরা একটা রাত সপ্তর্ষির ! লিখবে তুমি এই আমাকে ? ভালোলাগার মন্দলাগার এই যে আমি তোমার রঙে রাঙবে ? অনির্বাণ ! ভালোবেসে হারিয়ে যেয়ে চুপ করে যে স্বপ্নে ছোঁও সে হাতে আমায় আঁকবে ? চোখে বলা সেই প্রিয় নাম , অরুন্ধতী ! এক লাইনে ডাকবে ? নীল আঁচলে ইলশেগুঁড়ি , ভিজতে তুমি তুমি আমি সেই সে দিনে এক বিকেলে হাঁটবে ? তোমার লেখার মুগ্ধ পথে নীলকণ্ঠে ভুলবে ? লিখবে তুমি অনির্বাণ ? একটা শব্দ , অরুন্ধতী ! একটা ফুল একটা সুতো , একটা আমি ? অনির্বাণ ! ২৪/০১/২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।