আমাদের কথা খুঁজে নিন

   

মানুষকে ছুঁতে পারা

ভালোবাসার গান, ছড়িয়ে দেয়া যেত বাতাসে তাহলে হয়ত আমাদের নিঃশ্বাসের সাথে— ঋতু পরিবর্তনের সাথে যে আমাদের মুখের পরিসর বদলে যায় ভিন্ন রঙে; প্রত্যেকে অনুভব করতাম জীবনের মানে, এবং হৃদয়ের অনুভবের অনুশীলনে ধীরে ধীরে আয়ত্ত হত স্বর্গীয় মানুষের মন। আমাদের কন্ঠস্বরে সারাক্ষণ প্রেমে আকুল বন্দনা মহৎ আবেগে; তাই কি—প্রতিটি রঙের মাঝখানে দেয়াল গড়তেই যে কেটে যায় অসংখ্য জীবন; অতিক্রম করে এই প্রাচীর, পেছনে ফিরে অবজ্ঞায় ‘শুভবিদায়’ বলে আমরা সম্মুখে তাকাতে পারি না? চোখ মেললে দেখব—সুন্দর ও সবুজের সমারোহ। দূর-আকাশ নয়, ভালোবাসার মানুষজন জানে— যাদের রক্তের ধমনীতে খেলা করে মহত্তম প্রেরণা; কেবল আমিই যে বলছি তা নয়, যারা ছিন্ন করেছে এই বন্ধন—দৃষ্টির আড়ালে ঝলমলে আহ্বান; অবশ্য মাঝে মাঝে আমার মনে হয়, কে না জানে— মানুষকে ছুঁতে পারার মধ্যেই জীবনের তাৎপর্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.