আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময় বড়ি মানুষকে ১৫০ বছর বাঁচাবে

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। দেড়শো বছর বাঁচতে চান ? না, অবাক হওয়ার কিছু নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতে সেদিন আর বেশি দূরে নেই। দৈনিক একটি ’বিস্ময় বড়ি’ বা ওয়ান্ডার পিল খেলেই দিব্যি সুস্থ শরীরে সেঞ্চুরী পার করে ফের আর একটা হাফ সেঞ্চুরি হাঁকাতে পারবেন। এমনটাই দাবি চিকিৎসা বিজ্ঞানীদের।

আমাদের দেহের ছোট-খাটো সমস্যা মেরামত করে দেবে এই ’বিস্ময় বড়ি’। আর স্টেম সেল থেরাপি সাহায্য করবে সুস্থ শরীরে এই দীর্ঘায়িত জীবন উপভোগ করতে। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক পিটার স্মিথ সিডনিতে তার ভাষণে এরকমই আশার আলো দেখিয়েছেন। 'ডেইলি মেইল’ তাঁর সেই বক্তব্য ছাপার অক্ষরে তুলে ধরেছে পাঠকদের সামনে। স্মিথ বলেছেন, ’ শুধু তো বাঁচা নয়, সুস্থ শরীরে বাঁচতে হবে।

এই বিশেষ ওষুধ সেবন, আমাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করবে। ’ হার্ভাডের জেনেটিসিস্ট অধ্যাপক ডেভিড সিনক্লেয়ারের দাবি, ‘আমরা এমন একটা প্রযুক্তির সামনে দাঁড়িয়ে রয়েছি, যার ব্যবহারে আগামী দিনে মানুষের পক্ষে সার্ধশতবর্ষ বেঁচে থাকাটা কোনও আকাশকুসুম ব্যাপারই নয়। ’ ‘রেসভেরাট্রল’ এমন একটি যৌগ, যা যৌবন ধরে রাখতে বা বার্ধক্যকে দূরে সরিযে রাখতে সাহায্য করে। এটি রেড ওয়াইনের মধ্যে পাওয়া যায়। এই যৌগটিকে নিয়েইে গবেষণা চালাচ্ছেন সিনক্লেয়ার।

তিনি একটি নতুন যৌগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন, যা এই ‘রেসভেরাট্রল’ –এর থেকে ১০০০ গুণ শক্তিশালী ও খুবই কার্যকরী। সিনক্লেয়ার বলেছেন, ‘আমাদের শরীরের মধ্যে ঘাটতি বা ক্ষয়ক্ষতি পূরণের এক অদ্ভূত ক্ষমতা রয়েছে। আর রেসভেরাট্রল এর মতো যৌগ এই কাজকে ত্বরান্বিত করতে বিশেষভাবে সাহায্য করে। ’ তার মতে, উদ্ভিদজাত যৌগ এই রেসভেরাট্রল, ইঁদুরের শরীরের এনজাইমকে সক্রিয় করে তোলে, যাতে ডিএনএ শরীরের ক্ষত মেরামত করতে পাবে। এই এনজাইম মানুষের শরীরেও রয়েছে।

তাই প্রয়োজনীয় ওষুধ ব্যবহারে আমাদের বার্ধক্যকে দূরে সরিয়ে রাখা সম্ভব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েনটিস্ট ব্যারোনেস সুসান গ্রিনফিল্ড সিডনিতে তার ভাষণে বলেছেন, ‘মানুষের জীবন দীর্ঘায়িত হলে ৬৫ বছরে পৌঁছে সে কেরিয়ারের দ্বিতীয় ধাপ শুরু করতে পারবে। ’ তবে, তিনিও জোর দিয়েছেন সুস্থ হয়ে বাঁচার উপর। তা না হলে তো মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আর তা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

তাই, বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে, উন্নত চিকিৎসাবিদ্যার সুফল নিয়ে আধুনিক প্রযু্িক্তর সুবাদে মানূষ সুস্থ শরীরেই দেড়শো বছর বাঁচতে পারবে। আর সেদিন খুব বেশি দূরে নেই ! শুধু ব্যবহার করতে হবে এই ‘বিস্ময়কর বড়ি’। সূত্র : সাপ্তাহিক বর্তমান সংলাপ / তারিখ- ২৭/১০/২০১১। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।