আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ পাখি, এই সেই নীল-তেপান্তর

mail.aronno@gmail.com তোমাকে বলছি তাই এইসব কথোপকথন হয়ে উঠছে স্বর... লক্ষ্য করো, আমাকে পাশ থেকে দেখা যায় ভালো যেনবা আয়নার মুখ, যতই ঝাঁকি দাও জোড়া লেগে যাবে ঠিক খুব নিশ্চিত এবারের ধাপ গুনে গুনে যত এগিয়ে যাচ্ছি শিয়রে স্বপ্ন থেকে একটি-দুটি স্বর, এমন ‘তোমার পালকেও লেগে যাবে রক্তের দাগ’ কতবার বলেছি, আলতা পরো না আর যে পালকী হারিয়েছে পথ তেপান্তর সে জানে, বেহারাও কখনও কখনও হয়ে ওঠে ভার এই যে ধুন, সারাদিন গাছের পোপনে ধকধক তুমি তো জানো না পাখি ও খাঁচা কীভাবে জেনেছে শরীরের নেই হৃদয় আমি তো ক্লান্ত শুয়ে এখানে চিরকাল বাতাসের সাথে করছি সঙ্গম হয়ত অস্পষ্ট, তবুও তো জানি ভুল দিক থেকে আসেনি ডাক ডানার আদরে বেড়ে ওঠে মন চারিদিকে অন্ধ-আকাশের ব্যভিচার যত বলি, নোলকহীন তুমি আয়নার চিৎকার হলুদ-পাখির ততবার, একটু একটু ভুলে যায় স্বর... ২৪ জানুয়ারী ১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।