আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ ক্যানভাস

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. প্রতিটা লোম কুপের গভীরে থেকে থাকে আমাবশ্যার রুদ্ধশ্বাস কার্বনডাইঅক্সাইড; ঘুর্নিপাকে হারিয়ে যাওয়া স্বপ্ন,কবিতা,মন্দিরা, আকাশ শুন্য নিরব গন্তব্যহীন পথ; সত্যের অন্তারালে জেগে উঠে আরেক সত্য আমার সমস্ত কথন অদৃশ্য শুন্য প্রস্থানের সংকল্পের এক গভীরে, যেখানটাতে অবধারিত ভাবে আমাদের পথ চলার সেই নিগম দ্বারে অস্বাভাবিক অবচেতনের কোলে যাযাবরের কালো গহব্বরে উকি দিয়ে যায় হাজারও বরষা কোন এক সঙ্গোপনে অচেনা কোন পথের মাঝে অচেনা বরষায় কত কাল শৈশবের রাগ ডাকা ভোরে শিশির মাখা কোন নাগরিকের আজান- অবচেতন সংঙ্গপনে নিউরনের রুদ্ধ কোনে খুজে ফিরি শুভ্র কৈশর অ্যালবাট্রসদের নিরব প্রস্থান আবারও অতপর... বসন্তের হাওয়া উড়িয়ে নিয়ে যায় আমন্ত্রনে; কত কাল নিরবে পথ চেয়ে রয় হাজার প্রহর; ধুলো উড়ে যায়, কেটে যায় বসন্ত, এলো মেলো পুর্বান্ন ফিরে আসে রাত জাগা ভোরে ,ধোঁয়া মাখা চোখে আঁশটে বাধা যাপিত জীবনে যেখানটাতে মৃত কাঠালি চাপা্, রক্তাত অক্সিজেন, বাতাবি লেবুর গাছটাতে আচর লেগেছে, গোলাপ গাছটার কাটা চুরি গেছে কতকাল কে জানে। ভালোবাসার উস্ন বৈভব অথবা ইচ্ছে মাতাল রয়ে যায় সমস্মৃতির ক্যানভাসে ক্ষয়ে যাওয়া কি বোর্ড কিংবা নতুন কোন অবধারিত শৈশবে যেখানে লেগে থাকে সবুজ ছোয়া, হলুদ ক্যানভাস, রফিক স্যারের বৈঠকখানা............... অতপর কৈশরের শিশির মাখা ঈদের চাঁদ গুলো এখন হলুদ ক্যানভাসে আটকে থাকে....... পন্ডারসেন , এনফিল্ড , লন্ডন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।