আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ পাখি

জানিনা সব কিছুর উপর কি মায়া, যা হারিয়েছি অথবা পুরোনো জিনিস। ওর উপর বুঝি পরেছিল কি ছাঁয়া, ভালবেসে যে মন করে চির হাফিস। আঁকরে পরে রই' ও শক্ত করে ধরি, তাও প্রিয়া চলে যেতে চায় অজানায়। বালুচরে শত প্রচেষ্টার এই বাড়ি, সামান্য বাতাসেই যেন তা ভেঙ্গে যায়। তাই রাস্তায় নেমেছি ফেরাবে কি কেউ, কষ্টে নষ্ট হচ্ছি আহ্ সে অন্যের বউ। মা নাই.. বাবা নাই.. তো শাসনও নাই, কেউ নাই বুঝাবার.... আধারে হারাই। পুরোনো কিছু পেলে হাতটি মেলে ডাকি, আয় বুকে আয় ও মোর হলুদ পাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।