আমাদের কথা খুঁজে নিন

   

নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত : দ্য হিন্দু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি যুবক হাবিবুর রহমান ওরফে হবুর নির্মম নির্যাতনের ঘটনায় নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু। আজ মঙ্গলবার পত্রিকাটিতে প্রকাশিত ‘সীমান্তে বর্বরতা’ শীর্ষক এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। ওই সম্পাদকীয়তে বলা হয়, সম্প্রতি এক ভিডিওতে প্রকাশিত বাংলাদেশি যুবকের ওপর বিএসএফ সদস্যদের বর্বর আচরণের জন্য বাংলাদেশের কাছে নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত। খুব স্বাভাবিকভাবেই এই করুণ ভিডিও বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, বাংলাদেশের কোনো মন্ত্রী এই ঘটনা অতিরঞ্জিত করবেন না—অর্থমন্ত্রী প্রণব মুখার্জির এমন মন্তব্য ক্ষোভ বৃদ্ধিতে উসকানি দিয়েছে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভারতপন্থী হওয়ার অভিযোগ পরিপূর্ণ করেছে।

এ পরিস্থিতিতে নয়াদিল্লির এমন কিছু করা উচিত নয়, যা দেশটিতে অস্থিতিশীলতা তৈরি করে। সম্পাদকীয়তে বলা হয়, গত মাসে সীমান্তে বিএসএফের হাতে পৃথক দুটি ঘটনায় তিন বাংলাদেশি নিহত হওয়ার পর দেশটিতে ভারতবিরোধী মনোভাব চরম আকার ধারণ করে। সীমান্তে অবৈধ কার্যকলাপ ঠেকাতে গুলি ব্যবহার না করার বিষয়ে ২০১১ সালের মার্চে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতার পর প্রাণহানির ঘটনা কমে এসেছে। তবে সম্প্রতি প্রকাশ হওয়া এই ভিডিও এটাই প্রমাণ করে যে বিএসএফ খেয়াল-খুশিমতো অন্যভাবে সহিংস আচরণ করছে।

প্রথমআলো অনলাইন। এই থেকে বোঝা যায় এখনো ভারতে মানবতাবাদী সুশীল সমাজ ও মিডিয়া রয়েছে। এদেরকে সাথে নিয়ে আমরা ভারতের অত্যচারের বিরুদ্ধে রুখে দাড়াতে পারি। এক্ষেত্রে যার অগ্রগামী ভুমিকা নেয়ার কথা সেই সরকার একেবারে চুপ। তাদের এতটুকু সাহস নাই যে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো।

বরং তারা তা না করে বলল এটা নিয়ে তারা চিন্তিত নয়। এই ঘটনা আগেও ঘটছে,এখনো ঘটছে,সামনেও ঘটবে। এই লজ্জা কোথায় রাখবো!আমরা বীরের জাতি যদি এই সরকার এভাবেই নতজানু নীতি অনুসরন করতে থাকে তাহলে তারা তার ফল অতি শীঘ্রই জনরায়ের মাধ্যমে পাবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।