আমাদের কথা খুঁজে নিন

   

সব পাখি নীড়ে ফিরে যায়।

এখন বড় সুসময় বয়ে যায়। ঝুপ করে আর অন্ধকার নামে না। ধীরে ধীরে ফিকে হয় দিনের রঙ, তবু ভয় । তাদের ডানা ঝাপ্টানোয় সন্ত্রস্ততা বিরাজমান। অনেকের থেকে নিজেকে একা করে কেউ, একা হয় ইচ্ছায়, আগ্রহে, কামনায়।

হায়!আহ্লাদের এই সঙে খুজে ফিরে খড়কুটা । মায়া কাটানো আর জড়ানোর একঘেয়ে চক্রে প্রতারিত সব। ভোরের রবির মতো তেজ নিয়ে, হারিয়ে যাবার শপথ করে বের হয় কোন এক শালিক অথবা ফিঙে। মুক্তির আনন্দের বান ডাকে দশ দিক। অথচ কন্ঠছেড়া বাঁধন হারানোর তীব্র উল্লাস থেমে যায় সহসাই, বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে শঙ্কা।

অবশেষে সব পাখি নীড়ে ফিরে যায়, ফিরে যেতে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.