আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম রাত ১

মাঘের হিমশীতল রাতে কুয়াশার বৃষ্টিতে বসে আছি ধূসর চুম্বনের যৌথ নিয়ন্ত্রণের সাথে কল্পনার থিয়েটারে সেই উচ্ছল হাসি... গাছের গুঁড়িগুলো শিশিরের সাথে জমিয়েছে ভাব এই প্রতিক্ষীত জোনাকির রাত পার করবে বলে অনুভবের উষ্ণতায় এলেমেলো চুলে স্পর্শের উৎসব নিয়ে যায় নস্ট্যালজিক সেই সোনালী শৈশব কালে... কুয়াশার জলে আঁকতে চেয়েছি গাঁয়ের ক্যানভাস শব্দেরা দিয়েছে ছুটি আমায় দূষিত এ শহরে নির্ঘুম রাতে বাস্তবতার সংকেতে স্বপ্নিল বিশ্বাস শব্দের সাথে ফেরারী হবে একটুপরে; অত:পর ভোরে... রাত ৪:১৫ মিনিট, ১৯।০১।১২, পোর্ট কলোনী, চট্টগ্রাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।