আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীতদাসের শেষ লেখা

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় মাঝামাঝি আধুনিক হয়ে লাভ কি ? এক দিকে বলেন মধ্যযুগীয় বর্বরতা আর চলবে না , যৌতুক নিষিদ্ধ , নারী নির্যাতন চলবে না , ইভ টিজিং বন্ধ , নারি পুরুষ সমান সমান , ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভাই ভাই , আইনের শাসন , সবার জন্য শিক্ষা অসাম্প্রদায়িকতা আর অন্য দিকে স্বাধীন মত প্রকাশ আপনাদের প্রতিকূলে গেলেই হত্যা , গুম , নয়তো কারাবন্দি । তার চেয়ে সরাসরি বলে দেন দেশে তালেবানি ব্যাবস্থা কায়েম করা হবে । কারো বলার কোন অধিকার থাকবে না । সরকার যা বলবে তা ই আইন । মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না , বেপর্দা হইলে দোররার বারি , পড়ালেখা বন্ধ , নাটক সিনেমা গান বাজনা বন্ধ , ধর্ম হবে একটাই , বাক স্বাধীনতা বন্ধ - আওয়াজ তুল্লেই গুলি । নইলে আরও ক্লিয়ার করে বলে দিন - " তোরা জনগন , তোরা ক্রীতদাস । আর কোন দিন লিখতে আসব না , আশা করব না , রাজপথে নামবো না , আওয়াজ তুলবো না । ক্রীতদাস ভেবেই কাটিয়ে দেব বাকিটা জীবন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.