আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে হিযবুতের ৫ কর্মী আটক

আমি একজন মানুষ। পুরুষ তো বটেই। এর চেয় বড় পরিচয় কি হত পারে। উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের এক কমকর্তা আহত হয়েছে।

আহতের নাম মেজর মু¯Íাফিজ। তিনি র‌্যাব-১ এর গুলশান-বনানী এলাকায় দায়িত্বরত। তবে, আহতের দেখা মেলেনি। আটককৃতরা হল-মোসাদ্দেক, ইব্রাহিম খলিল, ফাহিম আকতার, মোসাদ্দির ও মিনহাজ ইয়াসিন। এদের চারজন ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্র।

একজন চাকরিজীবি। র‌্যাব-১ এর মেজর আবদুল বাতেন বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর উত্তরা সেক্টর ৬ এর ৮ নম্বর রোডের ‘বায়তুল নূর জামে মসজিদ’ থেকে এরা হিযবুতের পোষ্টার ও ব্যানার নিয়ে মিছিল করে। তাদের পোষ্টার ও ব্যানারে লেখা ছিল সরকার বিরোধী নানা ধরণের শেøাগান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিষিদ্ধ হাতেনাতে তাদের আটক করে। র‌্যাবের পরিচালক (লিগ্যাল এÐ মিডিয়া) কমান্ডার এম সোহায়েল বলেন, এটা ছিল হিযবুত তাহ্রীরের নিয়মিত চোরাগুপ্তা মিছিলেরই একটি অংশ।

তারা শুক্রবার রাজধানীসহ সারাদেশের কোন না কোন এলকায় আকস্মিক মিছিল করার চেষ্টা করছে। গতকালও উত্তরার ওই মসজিদে নামায শেষে ধর্মীয় অনভ‚তিকে কাজে লাগিয়ে সরকার বিরোধী মিছিল করে। মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের পÿ থেকে উত্তরার গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার লাগানোর পরিকল্পনা ছিল। আটককৃতদের সঙ্গে সম্প্রতি ফাঁস হওয়া সেনা সদস্যদের যোগসাযোগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গতকাল বিকেল পর্যন্ত এধরণের তথ্য পাওয়া যায়নি। তবে, মসজিদের মুসলিøদের দাবী আটককৃতরা নামায শেষে মসজিদের সামনে জড়ো হলেও তাদের সঙ্গে পোষ্টার ও মিছিল করতে দেখেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.