আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে আটক অর্ধশতাধিক

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, রোববার ভোরে কলাবাগানের একটি মেস থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে।
এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ এক ধরনের ফিল্টারিং করছে। যাদের আটক করা হয়েছে তাদের কেউ ভাল হলে ছেড়ে দেয়া হবে, আর খারাপ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে আহ্বান জানিয়ে রোববার ‘ঢাকামুখী যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এই কর্মসূচির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে সহিংসতা চালাতে পারে-আশঙ্কা প্রকাশ করে রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকাংশে বন্ধ করা হয়েছে।
উপকমিশনার মাসুদুর রহমান জানান, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার পুলিশ সে ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.