আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধেয় উপচার্য, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক তোমাদের ডিগ্রী অনেক হল, এবার এ দেশের জন্য কিছু কর। নিজেরা তো ঘুমাও , ছাত্রদেরকেও ঘুম পাড়াও। আর ঘুমিয়ে থেকো না।

আমরা ভারতকে কেমন করে বর্জন করব? পণ্য বর্জন করে? না তাদের গান বর্জন করে? না তাদের সিনেমা বর্জন করে? তাদের হিন্দি সিরিয়াল বর্জন করে? ---- না উচ্চ শিক্ষার বই গুলো বর্জন করে? আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ উচ্চ শিক্ষার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আর এ শিক্ষা ব্যবস্থায় যে বই গুলোর রেফারেন্স দেওয়া হয় তার বেশির ভাগ বই ভারতের শিক্ষিত লোকের লেখা। আমাদের দেশে আমাদের শিক্ষিত লোকের বই দেখতে পাই না। আমাদের দেশে শিক্ষিত লোক গুলো বউ নিয়ে বিদেশে হানিমুনে যায়।

কতবার যে যায় , তারা নিজেরাও জানেনা। দেশে এসে ভাব দেখায়। বিদেশ ঘুরে আসলাম। আমাদের স্যারদের সালাম দিলে, উত্তর দেন কি দেন না , তা বুঝি না। ক্লাশে এস ঘুম পাড়ান আর কিছু হলে ছাত্রদের দোষ।

তাদের নাকি সময় হয় না। তো তাদের সময় কোথায় যায়? বউরে আদর করতে? তাদের বউদের কত আদর লাগে? আমরা ভারতকে বর্জন করতে পারব না। তোমরা ব্লগার যতই লাফালাফি কর, ভারত আমাদের বেশির ভাগ জায়গা দখল করে রেখেছে। সরকারকে জাগিয়ে লাভ নেই। এই দেশের অলস শিক্ষিত লোকদের জাগতে বল।

আমি এখন কিছু কথা বলি-- যেটা নিয়ে পুরো বাংলাদেশ আমাকে গালি দিবে, দিক , তারপরও বলব-- "হুমায়ুন আহমেদ স্যার আর স্যার ডক্টর জাফর ইকবাল আমাদের দেশে অতি সম্মানিয় ব্যক্তি। তাঁরা অনেক জনপ্রিয়। কিসের জন্য। নিশ্চয় বাংলা গল্প লেখার জন্য। তারা বিজ্ঞানের শিক্ষক।

তারা কি আমাদের জন্য উচ্চ শিক্ষার জন্য কোন বই লিখেছেন কিনা জানিনা। বাংলা বই অহরহ পাওয়া যায়। । " আমাদের জন্য কারা বই লিখবে? সেই ব্লাডি ইন্ডিয়ানস? শ্রদ্ধেয় উপচার্য, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক তোমাদের ডিগ্রী অনেক হল, এবার এ দেশের জন্য কিছু কর। নিজেরা তো ঘুমাও , ছাত্রদেরকেও ঘুম পাড়াও।

আর ঘুমিয়ে থেকো না। অনেক হল। এবার জাগো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.