আমাদের কথা খুঁজে নিন

   

গণিতের রঙ্গে - গণিতের প্রতি ভালবাসা : ভিডিও গুলো দেখার পর গণিতের প্রতি আপনার ভালবাসা অবশ্যই বৃদ্ধি পাবে

চমক হাসান। নামটার সাথে অনেকেই পরিচিত। বুয়েটের ইইই ডিপার্টমেন্টের ০৪ ব্যাচের ছাত্র। বর্তমানে আমেরিকার একটি ইউনিতে পিএইচডি করছেন। লোকটাকে কি বিশেষণ দিয়ে ভূষিত করবো বুঝতে পারছি না।

ভার্সিটিতে আসার পর ঢাকাইয়া বন্ধুদের কাছ থেকে উনার অনেক কথা শুনেছিলাম। আমি যেহেতু ঢাকার বাইরের তাই উনার সম্পর্কে এর আগে জানতাম না। সবাই এক কথায় বলতো ভার্সেটাইল জিনিয়াস একটা পোলা। তো হঠাৎ একদিন ফেসবুকে তার একটা নোট পেলাম। নোটটি পড়েই বুঝলাম কি পরিমাণ জিনিয়াস এই লোকটি।

কোন সংখ্যাকে ০ দিয়ে ভাগ করলে কি হয় এটা জানতাম কিন্তু কেন হয় বা ব্যাখ্যা কি তা জানতাম না। কিন্তু তার লেখার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়। ১ কে ০ দিয়ে ভাগ করলে কী ঝামেলা হয় সেটা আরও অনেকভাবে বোঝা যায়। মনে করুন একটা বালতিতে ১৫ লিটার পানি আঁটে। আর একটা মগে ৩ লিটার পানি আঁটে।

তাহলে মগ দিয়ে সব পানি তুলে ফেলতে চাইলে ৫ বার তুলতে হবে। ১৫ ভাগ ৩ = ৫। ভাগকে এভাবে বোঝার চেষ্টা করি। ঠিক একই ভাবে, বালতিতে যদি ২ লিটার পানি আঁটে আর মগে ১ লিটার, তাহলে সব পানি ওঠাতে চাইলে পানি তুলতে হবে ২ ভাগ ১= ২ বার। এবার ভাবুন, বালতিতে যদি ১ লিটার পানি থাকে, আর মগে যদি পানিই না আঁটে (মগের তলা পুরো ফাঁকা !) অর্থাৎ মগে যদি ০ লিটার পানি আঁটে, তাহলে ঐ মগ দিয়ে সব পানি ওঠাতে চাইলে পানি তুলতে হবে ১ ভাগ ০ বার!! অমন মগে কি আদৌ পানি ওঠানো যাবে? যাবে না! এবং ১ ভাগ ০ এর মানও পাওয়া যাবে না।

কিছুদিন আগে চমক ভাইয়ের তৈরি একটা ভিডিও দেখে পুরাই টাস্কি খাইছি । গণিতকে আগেই ভালো লাগতো কিন্তু সেটি দেখে শ্রদ্ধা যেন কয়েকগুণ বেড়ে গেল। গণিতের কিছু মজার বিষয় এবং কিছু গুরুত্বপূর্ণ ধারণাকে সহজে বোঝানোর চেষ্টা থেকে এই অনলাইন ভিডিওগুলো করা। এরপর আরও ২ টা বেরিয়েছে-যেগুলোকেও এক কথায় বলবো অসাধারণ। আপনাদের প্রতি অনুরোধ- প্লিজ ভিডিও গুলো দেখুন।

তারপর মতামত দিন। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হল আপনার ছোট ভাই বোন কিংবা আত্মীয় কিংবা পরিচিত সকল পিচ্চিদের গণিতের প্রতি উৎসাহী করে তুলবে এই ভিডিও গুলো - এটা আমার দৃঢ় বিশ্বাস। গণিতের রঙ্গে-পর্ব ১-আল মুকাবালা গণিতের রঙ্গে-পর্ব ২-কী নিষ্ঠুর! গণিতের রঙ্গে-পর্ব ৩-হায়রে শূন্য! পরিশেষে সব গণিতপ্রেমীদের জন্য রইলো গণিতের প্রেমময় শুভেচ্ছা..... জয় হোক গণিতের ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।