আমাদের কথা খুঁজে নিন

   

Minority Report

এসো আবার চড়াই উৎড়ই.......... মৌ-লোভী যত মৌলভী, আর মোল্লারা কন ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও আমি শহীদ আমি শহীদ হইতে রাজিও। . . .. আমপাড়া-পড়া, হোমবোড়া মোড়া ---- এখনও বেড়ায় পাত নেড়ে..... ------- ফার্সি শব্দে কবিতা লেখে দাও পাজীটার জাত মেরে। ------- Impurity Complex কাজ করা মনস্তাত্ত্বিক জটিলতায় হারিয়ে যেতে দেখেছি, স্বয়ং নজরুলকে, আর ক্রমাগত সুবিধাভোগী Minority at any area we can consider, when they trying to take some advantage with this and asking sympathy. আমরা শুধু বলি " সুযোগ পেয়েছো, এবার মানুষ হও"। সাম্প্রদায়িক রেষারেষি বৃদ্ধদের পেকে যাওয়া দাড়ি আর ঝীর্ণ পৈতায় যতই ছাপ রাখুক আমাদের একটুও লাগেনি। আর তাই আমরা ক্যাটরিনাকে ফ্যান্টাসীতে বউ বানাই, মসজিদে একই কাতারে দাড়াই, আর প্রায়ই দেখতে বসি জুলিয়া রবার্টসের মোনালিসা স্মাইল, সেই সাথে মা দূর্গা-কালি-স্বরস্বতিকে ভক্তি ভরে প্রণাম করি, বুদ্ধের মত আপাতমস্তকে বসে থাকি ধ্যানে।

-------- এক হাত গাছটি ফল ধরে পাঁচটি ------------- যদি ফল লাল (এক) হয়, ------- হাজার টাকার মাল হয়। ----------- লালকে আমরা একত্রিত শব্দটিতে প্রতিস্থাপিত করে বলতে চাই যে ৪ হাজার বছর আগেকার আচার-নিষ্ঠার বীজ ও একটি ফিলোসফি এবং ৫৭০ খ্রীস্টাব্দে জন্ম নেওয়া Philosophy (The complete code of Life until 1920) নিয়ে এইসব দ্বন্ধ তৈরী করবেন না। আমাদের জেনারেশন বিশ্বের ও মহাবিশ্বের সমন্বয়তা নিয়ে গড়ে উঠেছে, দু-একজন বায়াসড ভক্তকে দিয়ে বিষ ছড়াবেন না, ঘটনাকে ভুল ব্যাখ্যায় সাজিয়ে জনতার মাঝে দাঙ্গা লাগাবেন না, আমরা জানি পার্শ্ববর্তী দেশে কি হয়, আমরা জানি খোদ আমেরিকাতে কি হয়, আমরা দেখেছি, তেল-ইরাক, তেল-ইরান, তেল-কুয়েত, তেল-লিবিয়া, বিষফোঁড়া-কিউবা, লিথিয়াম-আফিম-আফগান, গণতন্ত্র আমরা জানি, আমরা গণতান্ত্রিক গঠণ কাঠামো বুঝি আর বুঝি বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের মাথা থেকেই এসেছে এবং চর্চা চলছে। একজন ওবামাকে আপনারা জালি জালি করে ফেলেছেন, একজন লাদেনের বীজ আজও আপনাদের দুঃসপ্নকে তাড়িয়ে বেড়ায়। ভৌগলিক ক্ষমতা দখলের লড়াইকে সাধুবাদ জানাই রাজনৈতিক দূরদর্শীতার জন্য।

শুধু মনে রাখুন---------ক্লাসিক্যাল গণতন্ত্রের রূপটা খোদ সক্রেটিসের আমলেই ধ্বংস হয়ে গিয়েছিল, তারপরও যদি গণতন্ত্র চান তবে সৌদি এ্যারাবিয়া, যুক্তরাজ্য, United state of Arabia তে প্রতিষ্ঠা করুণ। একদিকে মাদক, অস্ত্র আর জঙ্গী সাপ্লাই দিবেন, আরেকদিকে বিশ্বব্যাংকের ঝান্ডা উড়িয়ে ঘুষ দিবেন কতিপয় পরিবারকে, জালটাকা-কালোবাজারি-দূর্নীতি-মাদক ব্যবসা বন্ধে সহায়তা না করে, জঙ্গী নিধনের নামে অগ্রাসন চালাবেন, জানি গাধা নাকি জল ঘোলা করেই খেতে বেশী পছন্দ করে। অনুগ্রহ পূর্বক সাম্প্রদায়িকতার বীজ বপন বন্ধ করুন............ আমাদের পশ্চাৎদেশের ঘাঁ নিয়েই আমরা আজো খুঁড়িয়ে চলছি। সামরিক শক্তি দিয়ে আমাদের কোন কাজ না থাকলেও হাভাতের হাতিরোগের মতো হাতি পুষে চলেছি, আর এঁকে চলেছি নিজেদের সমাধির নকশা চিহ্ন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।