আমাদের কথা খুঁজে নিন

   

আরেকখানা অদ্ভুতুড়ে সত্যি ভুতের গল্প

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। এর আগে একখানা সত্যি ভূতের গল্প লিখেছিলাম। গল্পটা তেমন সুবিধা করতে পারেনি। ঘটনাটার আগাগোড়া আমার চাচার মুখ থেকে শোনা। সেটা পড়তে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন।

অদ্ভুতুড়ে সত্যি ভূতুড়ে গল্প এখন আপনাদের সাথে আর একটি সত্যি ঘটনা শেয়ার করবো। এটা ঘটেছে আমার পাশের বাড়ির একজন আঙ্কেলের সাথে। উনার বউকে খালাম্মা ডাকলেও উনাকে খালু না ডেকে আঙ্কেল ডাকি। এই আঙ্কেলের গ্রামের বাড়িতে ঘটনাটা ঘটেছিলো। কাহিনী বেশি পুরনো না।

দুই বছর আগেকার ঘটনা। আঙ্কেল পেশায় সেনাবাহিনীর একজন অবশরপ্রাপ্ত হাবিলদার। তার গ্রামের বাড়ির ঠিকানাটা জানানোর প্রয়োজন নেই বলে জানাচ্ছি না। বছর দুয়েক আগে সেই গ্রামের এক ছেলে হঠাৎ করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। উলটাপালটা বলতো।

মাঝে মাঝে ইংরেজীতে কথা বলতো। যদিও ইংরেজী অক্ষরজ্ঞান তার একেবারেই নেই। আমি নিজ কানে তার ইংরেজী শুনিনি। তবে গ্রামের লোকজনের কাছে শুনেছি একেবারে নাকি ব্রিটিশ ইংলিশ!! যদিও সেইসব লোকেদের ইংরেজী জ্ঞান সম্পর্কেও আমার উচ্চ ধারনা নেই। আঙ্কেলের ধারনাও আমার মতই ছিলো।

তিনি গ্রামে গিয়ে সকলের সামনে বলেছিলেন সব ভাঁওতাবাজী- কান ধরে গালের উপর বিরাশি সিক্কা ওজনের দুইখানা চটকানা দিলেই পাগলামী এবং ইংরেজী দুটাই ছুটে যাবে। তার এই আস্ফালনে অনেকে সায় দিয়েছিলো আবার অনেকে রাগও করেছিলো। সেইদিনই সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা দিয়ে তিনি সন্ধ্যার সময় পায়চারী করছেন- এমন সময় তার গালে হঠাৎ করে একখানা চড় মেরে বসলো কেউ একজন। আঙ্কেল ভ্যাবাচেকা খেয়ে চারপাশে তাকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। ঠিক সেই মুহুর্তে আর একখানা চড় আসলো অদৃশ্য থেকে।

তারপর তার চুলের মুঠি ধরে শুন্যে তুলে ফেলল অদৃশ্য একখানা হাত। প্রাণপণে চেঁচিয়ে উঠলেন তিনি। মাটিতে পড়ে গেলেন। তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। তারাই তাকে উদ্ধার করে।

পরদিনই আঙ্কেল সেই গ্রাম থেকে পালিয়ে আসেন। বেশ কয়েকদিন তার মাথায় চুলের গোড়ায় ব্যথা ছিলো। অনেকদিন ভয়ের চোটে গ্রামে জাননি। ভয় কাটার পর আবশ্য গিয়েছেন। ভূতের চড় খাওয়া লোক আমার জীবনে দেখা এটাই প্রথম।

তাই কাহিনীটা আপনাদের বললাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.