আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদী পৌর উপ-নির্বাচন: বাদী বিবাদীর লড়াই

হরিষে বিষাদ অপেক্ষার পালা শেষ। নিরাপত্তার চাদরে মোড়ানো নরসিংদী পৌর এলাকায় সকাল আটটা থেকে শুরু হবে নরসিংদী পৌরসভার উপ-নির্বাচন। বিকেল চারটা পর্যন্ত টানা নয় ঘন্টা চলবে ভোট গ্রহন। পরে ফলাফল ঘোষনার পালা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীদের সবাই।

তবে সুষ্টু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান। নরসিংদী পৌরসভার উপ নির্বাচনে ৩৯ হাজার ৩১৬ মহিলা ভোটারই বড় ফ্যাক্টর। তাদের ভোটে বদলে যেতে পারে পুরো নির্বাচনের হিসাব নিকাস। নির্বাচনে মেয়র প্রার্থী ছয় জন। এরা হচ্ছেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত দেশের শ্রেষ্ঠ দুই বারের স্বর্ণপদক প্রাপ্ত নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল (কাপ পিরিচ), জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আসাদুজ্জামান এর মনোনিত প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া (আনারস), নরসিংদী শহর আওয়ামী লীগের সদস্য শিল্পপতি আমজাদ হোসেন ভূঁইয়া, (দেওয়াল ঘড়ি), খাদ্য পরিবহন ঠিকাদার হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন) জাকের পার্টি সমর্থিত এ্যাডভোকেট আরিফুল ইসলাম (চশমা), নরসিংদী সদরের সাবেক এমপি সামসুদ্দিন আহমেদ এছাকের পুত্র জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম)।

নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার নরসিংদী পৌর এলাকায় সরকারী ভাবে সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত নরসিংদী পৌরসভায় যারা বিগত দিনে পৌর পিতা হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পৌর মেয়র লোকমান হোসেন নরসিংদী পৌরসভাকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করেছিলেন। উন্নয়নের জন্য তিনি দেশের শ্রেষ্ঠ মেয়র ও দুই বার স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিলেন। তার উন্নয়নের ধারাবাহিকতা রা করতে পারবে এমন প্রার্থীই হবেন পৌর পিতা। এ প্রত্যাশা পৌরবাসীদের।

নরসিংদী পৌরসভার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও নির্বাচন শতভাগ অবাধ, সূষ্ঠূ ও নিরপে করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ৭৭ হাজার ৫৮১ জন। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ২৬৫ ও মহিলা ৩৯ হাজার ৩১৬। ৩১ কেন্দ্রে ১৯৮ বুথে ভোট গ্রহন করা হবে। নির্বাচনে একজন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৬ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‌্যাবের চারটি ষ্ট্রাইকিং ফোর্সের প্রায় আড়াই’শ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ সদস্য পাহারায় থাকবেন। পুলিশের ১৬টি মোবাইল টিমসহ আনসার, র‌্যাব এর সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহার করায় সন্ধ্যা সাতটার মধ্যেই ফলাফল ঘোষনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠূ ও নিরপে করার জন্য প্রতিটি কেন্দ্রে ওয়েব ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাদী বিবাদী ভোট যুদ্ধ: নরসিংদীর উন্নয়নের প্রতীক হিসেবে সমাধিক পরিচিত মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ লোকমান হোসেন গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এ ঘটনায় শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়াসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন লোকমান হোসেনের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল। তিনিও নির্বাচনে মেয়র পদে লড়ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া। এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সংসদ সদস্য লে: কর্ণেল নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া কামরুজ্জামান কামরুলকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আসাদুজ্জামান পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার মেয়র প্রার্থী মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে সমর্থন দেন উল্লেখিত দুই প্রার্থী নিজেকে দলীয় প্রার্থী বলে ভোট চেয়েছেন। কামরুজ্জামান কামরুল ভোট দেবেন বাসাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ভোট দেবেন নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমজাদ হোসেন ভূঁইয়া ভোট দেবেন শালিধা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.