আমাদের কথা খুঁজে নিন

   

‘নরসিংদী থেকেই সরকারপতনের আন্দোলন শুরু’

শুক্রবার সকালে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “সংলাপ না হলে তীব্র গণ-আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। সেক্ষেত্রে ঈদের পরেই ১৮ দলীয় জোট আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতনে দিকে এগিয়ে যাবে। ”
এই আন্দোলনের অংশ হিসেবে নির্দলীয় সরকারের দাবিতে জনমত গড়তে আট জেলায় খালেদা জিয়ার জনসভার কর্মসূচি শুরু হবে কোরবানীর ঈদের পর। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম জনসভাটি হবে নরসিংদীর বালুর মাঠে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে জোটের মহাসচিবদের এই বৈঠক হয়।

নরসিংদীর জনসভা সফল করার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সংবিধানে যুক্ত করার দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে এলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই নির্বাচন হবে।     
নরসিংদীর জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা আশা করছি, নরসিংদীর জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে। সেভাবে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ওই জনসভা উপলক্ষে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

দেশনেত্রী এই জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ”
তিনি জানান, ৮ সেপ্টেম্বর দুপুর ২টায় জনসভা শুরু হবে। বিরোধী দলীয় নেতা নরসিংদীর উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হবেন বেলা ১টায়।
বৈঠকে মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.