আমাদের কথা খুঁজে নিন

   

পেইন্ট ইট ব্ল্যাক

The vision never dies....Life's a never ending wheel! Paint it, Black দ্যা রোলিং স্টোনস্‌ এর চতুর্থ এ্যালবাম Aftermath এ এই গানটি প্রকাশ পায় ১৯৬৬ সালে। আর দ্যা রোলিং স্টোনস্‌ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। চাইলে তাদের নিজস্ব ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। গানটি ১৯৬৬ সালে একই সাথে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে টপ চার্টে প্রথম স্থানে ছিলো। পরে ২০০৪ সালে রোলিং স্টোনস্‌ ম্যাগাজিনের The 500 Greatest Songs of All Time লিস্টে এই গানটি ১৭৬ এ অবস্থান পায়।

গানটি আমার বিশেষ পছন্দের। চমৎকার বিষন্নতায় ভরা লিরিক্স এবং ইন্সট্রুমেন্টের সাবলীল ব্যবহার-ই মনে হয় এর কারন। গানটি লিখেছিলেন এই ব্যান্ডেরই দুই সদস্য মাইক জ্যাগার এবং কেইথ রিচার্ডস। লিরিক্সটা তুলে দিলাম, I see a red door and I want it painted black No colors anymore I want them to turn black I see the girls walk by dressed in their summer clothes I have to turn my head until my darkness goes I see a line of cars and they're all painted black With flowers and my love both never to come back I see people turn their heads and quickly look away Like a newborn baby it just happens every day I look inside myself and see my heart is black I see my red door and it has been painted black Maybe then I'll fade away and not have to face the facts It's not easy facing up when your whole world is black No more will my green seagull turn a deeper blue I could not foresee this thing happening to you If I look hard enough into the setting sun My love will laugh with me before the morning comes I see a red door and I want it painted black No colors anymore I want them to turn black I see the girls walk by dressed in their summer clothes I have to turn my head until my darkness goes I wanna see it painted, painted black Black as night, black as coal I wanna see the sun blotted out from the sky I wanna see it painted, painted, painted, painted black Yeah! গানটিতে উঠে এসেছে এক বিষাদভারাক্রান্ত প্রেমিকের কথা, যে কিনা তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে এখনো ভুলতে পারেনি; তার ক্ষোভ ও বেরিয়ে আসে এই গানের মধ্যে। আবার একই সাথে গানের মাঝে উঠে এসেছে আত্মহত্যা করার ইংগিত ও।

অনেকেই তাই এই গানকে সুইসাইডাল সং ও বলে থাকেন। অনেকে অবশ্য গানটিকে সেই সময়ের ভিয়েতনাম যুদ্ধের উপর ভিত্তি করে লেখা হয়ে থাকতে পারে বলে ও মনে করেন। তবে সবকিছু ছাপিয়ে চরম বিষন্নতাই এই গানের মূল আকর্ষণ। ইউটিউবের লিংক দিলাম। পরে অবশ্য অনেকেই গানটি কভার করেছে।

তার মধ্যে আমার ভালো লাগা কয়েকটা দিলাম। *Marilyn Manson *The Black Dahlia Murder *U2 *Destrophy *The Unseen *Deep Purple *Inkubus Sukkubus *Apocalyptica (এটা ইন্সট্রুমেন্টাল। আমার বিশেষ পছন্দের। ) *Nightwish *The Animals ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.