আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য :নগরীর রাত

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন রাতের প্রথম প্রহরে নীড়ে ফেরার অপেক্ষারত লোকেদের কোলাহলে মূখরিত নগরের প্রতিটি দ্বার । । রাতে দ্বিতীয় প্রহরে থাকে কর্মব্যস্ত মানুষগুলোর সুখনিদ্রা যাত্রা আর নিস্তব্ধ নিথর ঠান্ডা কোলাহলবিহীন মধ্যরাত ।

। রাতের শেষ প্রহর আছে দানবীয় ট্রাকের গর্জন আর কর্মব্যস্ত মানুষগুলোর পরদিনের প্রস্তুতি । । এভাবেই পার হয় নগরীর রাত বিচিত্র সাজসজ্জায় কখনো মুখর কখনোবা নিস্তব্ধ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।