আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য

১. উচ্ছিষ্ট.... দু-পয়সা আয় হতে পারে.... বেচে দিও এই হাড় মাংস পাড়ার মোড়ের কসাইখানায় রক্তগুলো যত্নে রেখো ফ্রিজে বড় বিচিত্র রক্ত আমার... কাজে লাগবেই বংশ পরমপরায়। ২. একা রবো কে কাঁদে ওখানে এই মরা কান্নার মানে কি?? তবে.. মরেও শান্তি পাবো না!! কে কে কে এখানে আমার পাশে শুতে চায় রে.. না, একা রবো ঠাঁই হবে না। সবু মোস্তাফিজ মামবি প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর। ২২.০৫.১২। সকাল ৮ টা ০৫মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।