আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য -১

স্বপ্নটাকে নেড়েচেড়ে দেখি আপন হাতের মুঠোই নিয়ে ১। তুমি বিমোহিত, তুমিই মোহিত! ভাব করি কোন গাধার সহিত!? ২। আমরা দুজন অবুজ সুজন, রটে দুর্নাম দুষ্টু কুজন। ৩। আমি এক তুমি দুই, দুয়ে মিলে গড়ি বসতের ভুঁই।

৪। মাঠের মাঝখানে চরিতেছিল পাঁচখানা গরু, অদূরে বাতাসে দোল খাচ্ছিল কতিপয় তরু, আয়তনয়নে আমি তাকিয়ে আছি আমার দৃষ্টিখানা সরু, সে আর নাই, যেদিকে তাকাই দেখি হাহাকার মরু। কি ছাই ভাবছি নিজেই বুঝিনা, ধুরু!! ৫। আমার মনের মাঝে বাস করে উইপোকা, তেলাপোকা। রাতের অন্ধকারে দেখি জোনাকিরা থোকা থোকা।

আর এসব দেখেই আমি কবিতা লিখছি বোকা বোকা!?!? ৬। তুমি জল আমি স্থল, তার উপর শূন্যতল। ৭। পথ ধরে ছাতা হাতে যেতে দেখে কাহারে তরু ভাবে মনে মনে “চিনি বুজি তাহারে”, কাছে গিয়ে কিছু বলতে তরু মুখ খুলে যেই পাশ থেকে বডিবিল্ডার ধমকে উঠে বলে “হেই”?! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।