আমাদের কথা খুঁজে নিন

   

কলঙ্কিত ছাত্র সমাজ। পর্ব-৩

সোনার হরিনের পেছনে ছুটছি। কখনও কখনও এই ছাত্র নেতারা পুলিশের সামনেও মারামারি করতো। তারপরও পুলিশ তো কিছু করতে পারেই না বরং অবস্থা খারাপ দেখলে পুলিশরা সুকৌশলে পালিয়ে যায়। পুলিশরা যদি কখনও কিছু করতে চায় তাহলে ছাত্র নেতারা পুলিশকেও মারতে কোন দ্বিধাবোধ করে না। নাসিম বলে একবার নাকি অনেক গুলো ছাত্ররা পুলিশকে তাড়ায়ে থানায় রেখে এসেছিল।

তখনকার সময় এসব ছাত্রদের পড়ার স্টাইলও ভিন্ন রকম ছিলো। সেই সময় পরীক্ষার হলে প্রচুর পরিমানে নকল চলতো। তারা এমনে চুরি করে তো নকল করতোই আবার কেউ কেউ নাকি জোর করে নকল করতো। কেউ তাদের বাধা দিতে পারতো না। এই ছাত্র নাকি পরীক্ষার হলে কাউকে কেয়ার করত না।

তারা তাদের ইচ্ছামত সবার সামনে নকল করতো। কোন স্যার যদি বাধা দেওয়ার চেষ্টা করতো তাহলে তাকে এর জন্য কঠিন মূল্যে দিতে হতো। যখন নাকি অনেক স্যার একসাথে তাদের বাধা দিতে আসতো। তখন তারা তাদের ব্রেন্ঞের উপর ছুরি বা চাকু গেড়ে খারা করে রাখতো। এভাবে তারা নকল করে পরীক্ষায় পাশ করতো।

তারপরও আবার এরাই তাদের দলীয় নেতাদের দ্বারা সবার আগে ভাল চাকরী পেত। এই সকল ছাত্র নেতারা নাকি শুধু এমন কর্ম করেই ক্ষান্ত হতো না। তারা সুযোগ বুঝে কলেজের সুন্দরীদের মেয়েদের প্রেমে ফালাতো। আর কলেজের এসব সহজ সরল মেয়েদের সময়মতো কোন ছাত্রাবাসে নিয়ে গিয়ে ধর্ষণ করতো। কোন মেয়ে যদি তাদের প্রেম প্রোস্তাবে রাজি না হতো তাহলে তারা কখনও কখনও জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতো।

নাসিমদের কলেজের পাশেই ছিল একটা ছাত্র হোস্টেল। এই হোস্টেলে পড়াশুনার তেমন কোন পরিবেশ ছিল না। যখনই ছাত্র নেতারা কোন মিসিল করতো তখন তারা এই ছাত্র হোস্টেল থেকে সাধারন ছাত্রদের ডেকে নিয়ে যেত। যদি কোন সাধারন ছাত্র কখনও যেতে অস্বিক্রিতি জানাতো তাহলে তার সাথে অবস্তা খারাপ করে দিত তারা। কেউ কেউ মিসিল শুরু হওয়া দেখে পালাতে গিয়ে ছাত্রনেতাদের হাতে ধরা পড়ে অনেক মার খাইছে।

এভাবে তারা কলেজের আশেপাশের ছাত্রাবাসের ছাত্রদের উপরও অত্যাচার করতো। নাসিমের কাছে এসব ঘটনা শুনার পর আমার কলেজে পড়ার আগ্রহ অনেকটাই হ্রাস পেয়ে গেল। পরের দিন আমি নাসিমের ছাত্রাবাস থেকে বাড়িতে ফিরে এলাম। তারপর আমি ২০০১ সালে এস.এস.সি পরীক্ষায় অংশ নিলাম এবং ভালভাবে এস.এস.সি পাশ করে ওই কলেজেই ভর্তি হলাম। এবার ছাত্রদের ছাত্র রাজনীতি আমার স্বচোক্ষে দেখা শুরু হলো।

চলবে......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.