আমাদের কথা খুঁজে নিন

   

এনটিভির নাটক: মেয়েটা বলল “দাঁত না থাকলে তো (স্বামীকে) আদর করতে আরও সুবিধা হবে!”

সত্য অপ্রিয় হলেও বলতে চাই এনটিভিতে একটা নাটক হচ্ছে নাম “প্রিয়” (২১:৫০, ১৬.১.২০১১), রিমোট হাতে নিয়ে চ্যানেল চেন্জ করতে করতে দুই মিনিট থামলাম। বান্ধবী ফোন করেছে বান্ধবীকে, তুই করে বলাতে অপর প্রান্তের বান্ধবীর অচেনা মানুষের ভান ও মেকী ক্ষোভ.... ১ম মেয়ে: কিরে.... ২য় মেয়ে: অচেনা কাউকে তুই করে কেন বলছেন?.... ১ম মেয়ে: কি ফালতু কথা বলছিস... ২য় মেয়ে: আজকেই ফোন কিনেছেন বোধ হয় তাই জানেন না ফোনে কিভাবে কথা বলতে হয়.... ১ম মেয়ে: বেশী কথা বলিস, থাপড়িয়ে সব কয়টা দাঁত ফেলে দিব.. ২য় মেয়ে: কি রকম মেয়ে আপনি যে একটা মেয়ের সব কটা দাঁত ফেলে দেবেন? ১ম মেয়ে: কেন মেয়েদের দাঁত পড়ে গেলে কি হয়? ২য় মেয়ে: বাহ্ তাহলে বিয়ে হবে কিভাবে? ১ম মেয়ে: কেন বিয়ে হলে সমস্যা কি? ২য় মেয়ে: না সমস্যা নাই, আসলে আদর করতে আরও সুবিধা হবে.. বাংলাদেশের টিভি নাটকের দর্শক হিসাবে ঠিক বুঝলামনা কেন দাঁত না থাকলে আদর করতে আরও সুবিধা হবে.. হলিউড বা ইউরোপিয়ান ছবির দর্শক হিসেবে অবশ্য যা বুঝছি, নাট্যকার কি তাই বোঝাতে চেয়েছেন? [ট্রান্সক্রিপ্ট একদম সঠিক নাও মিলতে পারে]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.