আমাদের কথা খুঁজে নিন

   

মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে... এখানে নয়ত ওখানে !!!

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫ আজ সকালে প্রথম আলোর অনলাইন নিউজ সাইট খুলে একটা খবরে চোখ আটকে গেলঃ ধর্ম নিয়ে অবমাননাকর লেখার অভিযোগে তিন ব্লগার গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেনঃ মশিউর রহমান বিপ্লব (ব্লগার নাম আল্লামা শয়তান ), রাসেল পারভেজ (ব্লগার নাম অপবাঘ) ও সুব্রত শুভ (ব্লগার নাম লালু কসাই)।

রাসেল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। মশিউর রহমান ও রাসেল পারভেজ চাকরিজীবী। নাস্তিক নামধারী এসব ইসলাম বিদ্বেষী ব্লগারদের কার্যকলাপ সম্পর্কে ভালভাবে জানতে হলে আপনাদের ফিরে যেতে বেশ কয়েক বছর আগে। এরা কিভাবে মুসলমান ব্লগারদের উত্যক্ত করত, ইসলাম, আল্লাহ এবং রাসূল(সঃ) কে নিয়ে কটাক্ষ করার মাধ্যমে! আমার সাথে এদের প্রচুর বাদানুবাদ হয়েছে ২০১০ এর দিকে। পরে যখন বুঝেছি এরা খুব সংঘবদ্ধ এবং সুপরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে নেমেছে, তখন এদের পেছনে সময় নষ্ট করা বাদ দেই।

কেউ যদি না বোঝে তাকে বোঝানোর চেষ্টা করা যায়, কিন্তু কেউ যদি বুঝে শুনেই অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে বোঝানোর সাধ্য কার? আমি এদের অনেক বুঝিয়েছি, কিন্তু তারা ছিল বেপরোয়া ! They were simply flying like free birds !! আমি একটা কথা বিশ্বাস করি এবং সবাইকে বোঝাতে চাই, Nothing will go unpaid ! Either here or hereafter !! এই কথাটি আল্লাহ সুবহানাতায়ালা পবিত্র কুরআনের সূরা যিলযালেই বলে দিয়েছেনঃ يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ (6 সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। That Day mankind will proceed in scattered groups that they may be shown their deeds. فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7 অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে So whosoever does good equal to the weight of an atom (or a small ant), shall see it. وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8 এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। And whosoever does evil equal to the weight of an atom (or a small ant), shall see it. আমরা যেন এ কথাগুলো ভুলে না যাই ! সরকারকে সাধুবাদ জানাই ব্লগার নামধারী এসব কুলাংগারকে গ্রেপ্তার করায়। জানিনা, সরকারের ইচ্ছে কতটা সৎ ! তবে উপরের আয়াতগুলোর প্রেক্ষাপটেই বলছি, আজকে যারা সরকারে আছেন, তারাও যদি এই দুষ্কৃতিকারীগুলোর সর্বোচ্চ সাজা নিশ্চিত না করেন, তবে বিচার দিবসে তাদের জন্যও আল্লাহ আযাবের সুসংবাদ রয়েছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, পথভ্রষ্টদের আল্লাহ হেদায়েত নসীব করুন।

যদি তারা হেদায়েত না চায়, ভ্রষ্ট পথেই থাকতে চায়, তবে আল্লাহ তাদের জন্য যথাযথ শাস্তির ফয়সালা করে দিন। আমিন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.